আসামে বন্যায় ১৫ জেলা পানিবন্দী


প্রকাশিত: ১১:০৯ এএম, ১২ জুন ২০১৫

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বৃষ্টিপাত ও পার্শ্ববর্তী অরুণাচল রাজ্যে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে এ বন্যার সৃষ্টি হয়েছে। রাজধানী গৌহাটিতে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর কেন্দ্রীয় পানি কমিশন (সিডব্লিউসি) সতর্কতা জারি করেছে।

সিডব্লিউসির দেয়া তথ্যানুযায়ী, গৌহাটিতে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার কমপক্ষে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে বিপদসীমা হলো ৪৯ দশমিক ৬৮ মিটার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসামের ১৫ জেলায় বন্যায় তিন লাখ ২৩ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছেন। এর পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত ও বিভিন্ন স্থানে ভাঙন পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে।

জোরহাট ও ধুবড়িতে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণে গৌহাটির বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ও পবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে এবং বন্যপ্রাণীরা উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে।

এদিকে অরুণাচল প্রদেশের আট জেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় খাদ্যশস্যসহ প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে।

ভূমিধসে বেশিরভাগ সীমান্ত শহর এবং লংডিং, তিরাপ, চাংলং, আঞ্জ, দিবাং, ভ্যালি, আপার সিয়াং, ওয়েস্ট সিয়াং ও আপার সুবনসিরি জেলার সদর দফতরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিএ/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।