৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস আইরিশ পেসারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ১১ জুলাই ২০২৫

ইতিহাস গড়লেন আইরিশ পেস অলরাউন্ডার কুর্তিস ক্যাম্ফার। পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ বোলার হিসেবে টানা ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।

ক্রিকেট আয়ারল্যান্ডের ইন্টার-প্রোভিনসিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে এই রেকর্ড গড়েছেন ক্যাম্ফার। সবমিলিযে ২.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট শিকার করেন এই পেসার।

মুনস্টার রেডসের অধিনায়ক ক্যাম্ফার তার দ্বিতীয় এবং তৃতীয় ওভারে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেন। একটা সময় ৫ উইকেটে ৮৭ রান ছিল নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের। ক্যাম্ফারের বিধ্বংসী বোলিংয়ে আর ১ রান যোগ করতেই অলআউট হয়ে যায় দলটি।

ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে ক্যাম্ফারের সুইংয়ে স্টাম্প হারান জারেড উইলসন। পরের বলে গ্রাহাম হুমেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই পেসার।

নিজের পরের ওভারের প্রথম বলেই হ্যাটট্রিক পূরণ করেন ক্যাম্ফার। তাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন অ্যান্ডি ম্যাকব্রিন। পরের বলে রবি মিলারকে উইকেটরক্ষকের ক্যাচ বানান ক্যাম্ফার। তার পরের বলে বোল্ড শেষ ব্যাটার জশ উইলসন।

এর আগে ৭ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ক্যাম্ফারের দল মুনস্টার। ব্যাট হাতেও দলের সেরা পারফরমার ছিলেন ক্যাম্ফার। ২৪ বলে ২ চার আর ৪ ছক্কায় তিনি করেন ৪৪ রান।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।