পর্তুগালে প্রথম করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০২ মার্চ ২০২০

এবার ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশ পর্তুগালে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসে আক্রান্ত দু’জন রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্তা টেমিডো সংবাদ সম্মেলনে ওই দু’জনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরে এসেছেন আক্রান্তরা।

টেমিডো বলেন, করোনাভাইরাসে সংক্রমিত দু’জনই পুরুষ। তাদেরকে পোর্তোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনায় সংক্রমিত এ দু’জনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আক্রান্তদের একজনের বয়স ৬০ বছর। সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন তিনি। অপরজন ৩৩ বছর বয়সী; করোনা সংক্রমিত এই ব্যক্তি স্পেনের ভ্যালেন্সিয়া থেকে ফিরেছেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ৩৪ জন।

পর্তুগালের এই মন্ত্রী বলেন, ইতালি থেকে ফেরত যাত্রীদের শনাক্তকরণ প্রক্রিয়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে চীনফেরত যাত্রীদেরও পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। চীনে ২ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাস এখন বিশ্বের অর্ধ-শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে সাত মহাদেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণ গেছে ১৩৬ জনের।

সূত্র : রয়টার্স।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।