ভারতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
ভারতে গ্রেফতার হওয়া সিলেট আওয়ামী লীগের নেতারা

ভারতে বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছেন আরও দুজন। রোববার (৮ ডিসেম্বর) কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাদের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার আওয়ামী লীগ নেতারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি রিপন ও সদস্য জুয়েল। পলাতকরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মেঘালয় পুলিশের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, একটি ফৌজদারি মামলায় পালিয়ে থাকা চার বাংলাদেশিকে কলকাতা থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে মেঘালয় পুলিশ। তারা সবাই বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত। তবে তাদের বিরুদ্ধে মেঘালয়ে ধর্ষণের অভিযোগ আছে বলে যে খবর রটেছে, তা সঠিক নয়।

মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাশিশা নংরাং বলেন, ওই চারজনের বিরুদ্ধে ডাউকি থানার একটা মামলা ছিল। কোনো ধর্ষণের অভিযোগ নেই এদের বিরুদ্ধে। ডাউকি থানায় এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারা এবং বিদেশি আইনের ১৪ নম্বর ধারায় অভিযোগ ছিল। সেই মামলাতেই কলকাতা থেকে এদের গ্রেফতার করে আনা হয়েছে।

(সংশোধিত প্রতিবেদন)

ডিডি/এসএএইচ/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।