আমিরাতে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১০ মার্চ ২০২০

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪ জনে। খবর গালফ নিউজের।

গালফ নিউজের প্রতিবেদনে অনুযায়ী, আজ নতুন করে যারা করোনাভাইরাসে আক্রান্ত হলেন তাদের মধ্যে তিনজন ইতালির এবং আমিরাত, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য ও ভারতের দুজন করে নাগরিক রয়েছেন। এছাড়া ইরান, জার্মানি, দক্ষিণ আফ্রিকা এবং তানজানিয়ার আছেন একজন করে নাগরিক।

এর আগে দেশটিতে অবস্থানরত চারজন বাংলাদেশে নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এরমধ্যে দুজন আক্রান্ত হয়েছেন গতকাল সোমবার। আমিরাত ছাড়াও সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য তাদের মধ্যে দুজন এখন সুস্থ।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিবৃতি দিয়ে জানায়, নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সবার অবস্থাই স্থিতিশীল। সবাইকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। মন্ত্রণালয় বলছে, চীনে উৎপত্তি লাভের পর থেকে সরকার সম্ভাব্য সব উপায়ে এই ভাইরাসের বিস্তার ঠেকানোর কাজ করে যাচ্ছে।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনার বিস্তার ঠেকাতে বেশ কিছু আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছেন থার্মাল ইমেজিং সিস্টেম এবং দেশটির সীমান্ত প্রবেশ পথে স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া নিশ্চিতভাবে আক্রান্ত ও সন্দেহজনক ব্যক্তি আইসোলেশনে রাখা হচ্ছে।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।