করোনায় হাঙ্গেরিতে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ অ্যাম্বাসেডরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৩ এএম, ২৬ মার্চ ২০২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাঙ্গেরিতে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ অ্যাম্বাসেডর স্টিভেন ডিক মারা গেছেন। মঙ্গলবার মাত্র ৩৭ বছর বয়সেই মারা যান তিনি।

২০১৯ সালেল ডিসেম্বর থেকে বুদাপেস্ট মিশনের উপ-প্রধানের দায়িত্ব পালন করছিলেন ডিক। ২০০৫ সালে ব্যাংক অব স্কটল্যান্ডে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। সেখানে তিন বছর দায়িত্ব পালনের পর অভিবাসন অধিদপ্তরে যোগ দেন স্টিভেন ডিক।

রিয়াদে ব্রিটিশ দূতাবাসে যোগদানের আগে প্রায় এক বছরের চেষ্টায় আরবি ভাষা শিখেছিলেন তিনি। এর আগে কাবুল দূতাবাসেও কাজ করেছেন ডিক। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

হাঙ্গেরিতে এপর্যন্ত অন্তত ২২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ১০ জন।

গত ৩১ সিডেম্বর চীনের উহারে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভঅইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মরণব্যাধি। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন অন্তত সাড়ে চার লাখ মানুষ, মারা গেছেন ২০ হাজার ৪৯৫ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ১২১ জন চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেছেন।

সূত্র: ডেইলি মেইল
কেএএ/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।