দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ ফ্লিক
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। রিয়াল বেটিসের সঙ্গে গত সোমবার লিগ ম্যাচে ২-২ গোলে ড্র করে বার্সা। ওই ম্যাচেই রেফারির সঙ্গে বাজে ব্যবহারের জন্য লাল কার্ড দেখানো হয় ফ্লিককে। যে কারণে লা লিগা কর্তৃপক্ষ তাকে দুই ম্যাচের জন্য ‘টাচলাইন’ নিষেধাজ্ঞা দিয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে বার্সার পরবর্তী দুই লিগ ম্যাচ লেগানেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না ক্লাবটির এই জার্মান কোচ। বার্সার একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ক্লাবের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করা হবে।
রিয়াল বেটিসের মাঠে ম্যাচ চলাকালীন দ্বিতীয়ার্ধে রেফারির একটি সিদ্ধান্তের বিরোধীতা করেছিলেন হান্সি ফ্লিক। রিয়াল বেটিরে ভিতর রককে বক্সের মধ্যে চ্যালেঞ্জ করেন বার্সার ফ্রাঙ্কি ডি ইয়ং। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।
এই সিদ্ধান্তেরই প্রতিবাদ করেছিলেন কোচ ফ্লিক। রেফারির রিপোর্টে বলা হয়েছে, ‘পেনাল্টির সিদ্ধান্ত দেয়ার পর বার্সেলোনা কোচ তার টেকনিক্যাল এরিয়ায় এসে উচ্চস্বরে খুব চেঁচামেচি, বাজে অঙ্গভঙ্গি এবং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছিলেন।’
হান্সি ফ্লিক জানান, এটা ছিল তার স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে সেটা অবশ্যই রেফারিকে উদ্দেশ্য করে নয়। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি মনে করি, এটা ছিল আমার প্রতিক্রিয়া। কারণ, এটা পেনাল্টি ছিল কি ছিল না সে সিদ্ধান্ত খুব বেশি সময় নিয়েছিলেন রেফারি। যদি এটা তেমনই হয়, আমি নিশ্চিত নই ওটা পেনাল্টি ছিল কি না। আমাদের তো এটা গ্রহণ করে নিতে হবে, এমনকি লাল কার্ডটিকেও। আমরা নিয়েছিও।’
ফ্লিক আরও বলেন, ‘আমি খুবই হতাশ (লাল কার্ড নিয়ে)। আমি চিন্তাই করতে পারিনি যে, আমার সঙ্গে এমনটা হতে পারে। তবে এখানে (স্পেনে) হলো। সম্ভবত এখানে এমনটাই হয়। আমি এটা মেনে নিয়েছি।’
বার্সার আপিল যদি সফল না হয়, তাহলে ফ্লিকের সহকারী মার্কাস সর্গ পরের দুই লিগ ম্যাচে তার পরিবর্তে ডাগআউটে দাঁড়াবেন। যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তাদের ঘরের মাঠে ১৫ ও ২১ ডিসেম্বর।
যদিও অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান মাত্র ৩। এমনকি বার্সার চেয়ে একটি ম্যাচ কমও খেলেছে অ্যাটলেটিকো। ১৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৮। অ্যাটলেটিকোর ১৬ ম্যাচে পয়েন্ট ৩৫। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার বিপক্ষে অ্যাটলেটিকো জিতলে দু’দলের পয়েন্ট হয়ে যাবে সমান।
আইএইচএস/