করোনা মোকাবিলায় নাগরিক দান তহবিল খুলল ভারত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্তব্ধ পুরো বিশ্ব। দেশে দেশে লকডাউন। থমকে গেছে বিশ্ব অর্থনীতি। ভারতের অর্থনীতিও নাজুক। এ পরিস্থিতিতে ভারতের মানুষের জন্য ইতোমধ্যে ১৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে দেশটির সরকার। তাতে প্রাধান্য দেয়া হয় গবির মজদুরদের।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার আরেকটি ত্রাণ তহবিল তৈরি করেছে মোদি সরকার। এটি হলো, ‘প্রধানমন্ত্রীর নাগরিক পরিষেবা এবং জরুরি পরিস্থিতির ত্রাণ তহবিল (সিএআরইএস তহবিল)। তাতে মুক্ত হস্তে দান করার অনুরোধ জানিয়েছে মোদির কার্যালয়। আর এ দান সরাসরি দেশটির স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নয়াদিল্লির প্রধান শাখায় পিএম কেয়ারস অ্যাকাউন্টে দেয়া যাবে।
ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং যেকোনও উপায়ে দান করা যাবে এই অ্যাকাউন্টে। এ দান করলে আয়কর ছাড় দেয়া হবে বলে জানিয়েছে মোদির কার্যালয়।
ইতোমধ্যে এ তহবিলে ২৫ কোটি টাকা দান করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
জেডএ/জেআইএম