মালয়েশিয়ায় করোনা আক্রান্ত আরও ১৫৬, মৃত্যু দু’জনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৮ এপ্রিল ২০২০

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫৬ জন, মারা গেছেন দু’জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১১৯ জন। মৃত্যু হয়েছে ৬৫ জনের।

বুধবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন মারা যাওয়া দু’জনের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তিনিও মালয়েশিয়ার একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিয়েছিলেন। ইতোমধ্যেই ওই সম্মেলনে যোগ দেয়া এক হাজারেরও বেশি মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৮৭ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৮৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ১২৮ জন। মারা গেছেন প্রায় ৮৩ হাজার। আর চিকিৎসার মাধ্যমে করোনামুক্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৮১৯ জন।

সূত্র: আল জাজিরা

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।