ইইউ’র করোনাবন্ডস অনিশ্চিত, ৫০০ বিলিয়ন ইউরোর প্যাকেজ গঠনে সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ১০ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে পাঁচশ বিলিয়ন ইউরোর বিশাল সহায়তা প্যাকেজ অনুমোদনে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বৃহস্পতিবার ব্রাসেলসে টানা কয়েক ঘণ্টা আলোচনার পর এ চুক্তির বিষয়ে সম্মত হন তারা।

যদিও এটি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রস্তাবিত আর্থিক সহায়তা প্যাকেজের চেয়ে অনেক কম। করোনা সংকট কাটাতে ইউরোপীয় দেশগুলোর ১ দশমিক ৫ ট্রিলিয়ন ইউরো দরকার বলে জানিয়েছিল তারা।

এদিন ফ্রান্স ও ইতালির প্রস্তাবিত করোনা সংকটের আর্থিক ব্যয় সবাই ভাগাভাগি করে নেয়া তথা করোনাবন্ডস অনুমোদনের বিষয়েও কোনও সিদ্ধান্ত হয়নি।

সম্মত প্যাকেজের মূল পরিকল্পনা হচ্ছে ইউরোপীয় অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার। এর জন্য ২৪০ বিলিয়ন ইউরো দেয়া হবে করোনায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা দেশগুলোকে। পাশাপাশি, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে এবং জাতীয় স্বল্পকালীন কর্ম প্রকল্পের জন্য গ্যারান্টি হিসেবে দুইশ’ বিলিয়ন ইউরো বরাদ্দ দিতে রাজি হয়েছেন ইইউ’র মন্ত্রীরা।

EU-2.jpg

গত বুধবারই এ প্যাকেজের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে পুনরুদ্ধার তহবিল কীভাবে কার্যকর হবে তা নিয়ে ইতালি ও নেদারল্যান্ডেসের মধ্যে মতপার্থক্যের কারণে তা একদিন পিছিয়ে যায়।

করোনাভাইরাস মহামারির নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সম্পর্ক কিছুটা শীতল হয়ে উঠেছে। জার্মানি-নেদারল্যান্ডসের মতো উত্তরাঞ্চলীয় দেশগুলো সংকট মোকাবিলায় যথেষ্ট করছে না বলে অভিযোগ তুলেছে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী ইতালি ও স্পেন।

প্যাকেজ পাসের আগে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঠিকভাবে সহায়তা করতে না পারলে ইউরোপীয় ইউনিয়ন ভেঙে যেতে পারে বলে সতর্কও করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

সূত্র: বিবিসি

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।