যুক্তরাজ্যে লকডাউনের সময় বাড়ল আরও ২১ দিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০২০

করোনাভাইসার মহামারি প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনের সময়সীমা আরও তিন সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

তিনি জানান, ‘দেশের পরিস্থিতি বিবেচনা করে এখনই লকডাউন শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের সংক্রমণের হার এখনও অতটা নিচে নামেনি যতটা দরকার।’

যুক্তরাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন অন্তত ৮৬১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৯ জন। এছাড়া আক্রান্তের সংখ্যাও এক লাখ পেরিয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ মার্চ থেকে লকডাউন নির্দেশনা জারি হয়েছে যুক্তরাজ্যে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগম, ব্যবসা-বাণিজ্য, হোটেল-রেস্তারাঁ।

দেশটির মহামারি বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেখানে আরও কয়েক হাজার মানুষের প্রাণ কাড়তে পারে করোনা।

সূত্র: বিবিসি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।