আক্রান্ত-মৃত্যুর গতি কমছে না জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০২০

জার্মানিতে করোনায় আক্রান্ত ও মৃত্যর সংখ্যা বাড়ছেই। দেশটিতে একদিনেই নতুন করে আরও ১ হাজার ৭৮৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সংক্রমণ রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট জানিয়েছে, দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪৫৭।

অপরদিকে, একদিনে মারা গেছে আরও ১৯৪ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৫৯৮।

তবে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৬৫।

germany

অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৮৬২ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৯৫ হাজার ২শ জন। সোমবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩২৩ এবং নতুন করে মৃত্যু হয়েছে ২২০ জনের।

এর আগের দিনের হিসাব অনুযায়ী, একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮ এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ৫ম অবস্থানে রয়েছে জার্মানি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।