ভারতে একদিনেই করোনায় আক্রান্ত ৩ হাজারের বেশি, মৃত্যু ১০৩
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৯০ করোনায় আক্রান্ত হয়েছে।
অপরদিকে, দেশটিতে একদিনেই মারা গেছে আরও ১০৩ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ১ হাজার ৮৯০ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৯ দশমিক ৩৫ শতাংশ মানুষ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়েছে। একদিনে ১ হাজার ২৭৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে। অপরদিকে, এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১৬ হাজার ৫৪০ জন।
বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে নতুন করে আরও ৪৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দিল্লিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫ হাজার ৯৮০ জন এবং মারা গেছে ৬৬ জন। ভারতে করোনায় আক্রান্তে তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। তবে সেখানে ৩২ দশমিক ৩৯ শতাংশ মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।
তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত এখন পর্যন্ত মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯৭৪ জন এবং মারা গেছে ৬৯৪ জন।
অপরদিকে মুম্বাইয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২১৯ এবং মৃত্যু ৪৩৭, গুজরাটে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২ এবং মৃত্যু হয়েছে ৪২৫ জনের।
দিল্লিতে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর প্রায় ৫ শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৯৫ জন বিএসএফ সদস্য। এদিকে, গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত বিএসএফ-এর দুই সদস্যর মৃত্যু হয়েছে। অপরদিকে সিআরপিএফ-এর ১৫৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া আরও প্রায় ৯শ সিআরপিএফ সদস্য বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন।
টিটিএন/এমএস