আমিরাতে করোনায় আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৪

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৫ এএম, ১০ মে ২০২০

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ৬২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। শনিবার (৯ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে মোট ১৭ হাজার ৪১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মোট মৃত্য হয়েছে ১৮৫ জনের। আর ৪ হাজার ২৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে আমিরাতে এ পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ১.৩ মিলিয়ন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পবিত্র মাহে রমজানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে। সর্বশেষ তথ্যমতে আমিরাতে সুস্থ হয়েছেন আক্রান্তের ২৫ শতাংশ।

গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্ব মহামারিতে রূপ নিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ৪০ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন আক্রান্ত হয়েছেন। আর এতে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩৯৮ জন। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখেরও বেশি মানুষ।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।