করোনা আতঙ্কের মধ্যেও থেমে নেই ইরানের তেল উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৩ মে ২০২০

সারাবিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। প্রাণঘাতী করোনার প্রকোপে বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে। কিছু কিছু প্রতিষ্ঠানের কাজ শুরু হলেও এখনও অনেক ব্যবসা-প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে।

করোনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। 

তবে এত বিপর্যয়ের মধ্যেও থেমে নেই ইরান। তারা তাদের অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে কারণেই ইরানে এখনও তেলের উৎপাদন বন্ধ করা হয়নি।  

মঙ্গলবার দেশটির তেলমন্ত্রী বিজান জানগেনাহের উদ্বৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, ইরানে এখনও তেল উৎপাদন চলছে। 

একের পর এক মার্কিন নিষেধাজ্ঞার পরেও নিজেদের অর্থনীতিকে গতিশীল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। ইতোমধ্যেই সেখানে জীবন-যাত্রী স্বাভাবিক করতে কড়াকড়ি শিথিল করা হয়েছে। 

যদিও দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, কড়াকড়ি শিথিল করলে সংক্রমণ আবারও ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, ইরানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১১ হাজার ৭৬৭ জন। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ৬ হাজার ৭৩৩ জন। 

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৮ হাজার ৩৫৭ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৫ হাজার ৬৭৭টি। তবে ২ হাজার ৭১৩ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।