করোনা সংকট: ক্রীড়া খাতে ১৫৭ মিলিয়ন ডলার বরাদ্দ নিউজিল্যান্ডের
করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ক্রীড়া খাতে গতি ফিরিয়ে আনতে ১৫৭ মিলিয়ন মার্কিন ডলার (২৬৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার) বরাদ্দ দিয়েছে নিউজিল্যান্ড সরকার। রোববার দেশটির ক্রীড়া ও অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন এ কথা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের জাতীয় বাজেট ঘোষণা করেছেন কিউই অর্থমন্ত্রী। সে সময় তিনি বলেন, ‘করোনা সংকটে প্রচণ্ড চাপের মুখে থাকা ক্রীড়া খাতের প্রায় সব সংস্থারই আয় ও তহবিল ফুরিয়ে এসেছে। এ পরিস্থিতিতে টিকে থাকার জন্য আমরা সব স্তরের খেলাধুলায় প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।’
ক্রীড়া খাতে ২৬৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার চার বছর মেয়াদে সরবরাহ করবে দেশটির সরকার। তাৎক্ষণিকভাবে স্বল্পমেয়াদী সহায়তা হিসেবে ৮৩ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার পাবে সংস্থাগুলো।
মাঝারি মেয়াদে ১০৪ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার ক্রীড়া খাতের পুনর্গঠনে দেয়া হবে। বাকি ৭৮ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার ক্রীড়া কার্যক্রমের বিস্তার ও নতুন কর্মসূচি প্রণয়নে সহায়তা হিসেবে দেয়া হবে।
করোনা মহামারির কারণে গত মার্চ মাসে কড়া লকডাউন জারি করা হয় নিউজিল্যান্ডে। দেশটিতে তখন থেকেই বন্ধ রয়েছে সবধরনের খেলাধুলা। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে হাঁটাচলা, দৌড়ানো ও সাইকেলচালনার অনুমতি দিয়েছিল কিউই প্রশাসন।
পরে এপ্রিলে লকডাউন কিছুটা শিথিল করে নিউজিল্যান্ড, গত বৃহস্পতিবার আরও কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। এখন থেকে আবদ্ধ জায়গায় বিনাদর্শকে পেশাদার খেলাগুলো ফের আয়োজন করা যাবে।
শুরু থেকেই সুষ্ঠু ব্যবস্থাপনায় করোনা মহামারি নিয়ন্ত্রণে রেখে বিশ্বের নজর কেড়েছে নিউজিল্যান্ড। রোববার দেশটিতে মাত্র একজন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ জন, এদের মধ্যে মাত্র ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন। আর মারা গেছেন মোট ২১ জন।
সূত্র: রয়টার্স
কেএএ/এমকেএইচ