পেরুতে একদিনে আক্রান্ত সাড়ে ৫ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৭ মে ২০২০

লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে একদিনেই আরও সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, একদিনেই নতুন করে আরও ৫ হাজার ৭৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১ লাখ ২৯ হাজার ৭৫১।

অপরদিকে দেশটিতে নতুন করে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৭৮৮ জন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। এরপরেই পেরুর অবস্থান।

দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা গত শুক্রবার এক ঘোষণায় জানান যে, দেশজুড়ে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হবে। দেশটিতে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

পেরুতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫২ হাজার ৯০৬ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৭৩ হাজার ৫৭। তবে ৯২৩ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।