ভারতে ফের আক্রান্তের রেকর্ড, উঠে এলো তালিকার ছয়ে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ০৬ জুন ২০২০

ভারতে আবারও ভেঙেছে করোনাভাইরাস সংক্রমণের ভয়াল রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে আগের দিনগুলোকে। এদিন ইতালিকে ছাড়িয়ে বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংক্রমিত দেশের তালিকায় ছয়ে উঠে এসেছে তারা।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯ হাজার ৮৮৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন।

india-3.jpg

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৪ হাজার ৭৩ জন। এখনও চিকিৎসাধীন ১ লাখ ১৫ হাজার ৯৪২ জন।

এদিন আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাপিয়ে গেছে ভারত। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ১১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্ত অন্তত ১৮ লাখ মানুষ। ছয় লাখ সংক্রমণ নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। এরপর রয়েছে রাশিয়া, স্পেন ও যুক্তরাজ্য।

তবে যেটা আশার কথা, তালিকার অনেক দেশের তুলনায় ভারতে মৃত্যুহার কিছুটা কম। যেমন- ইতালিতে মারা গেছেন ৩৩ হাজারের বেশি, স্পেনে ২৭ হাজার, ব্রাজিলে ২৫ হাজার, যুক্তরাজ্যে ৪০ হাজার আর যুক্তরাষ্ট্রে মৃত্যুর ঘটনা এক লাখেরও বেশি।

india-3.jpg

সেই তুলনায় ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৬৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৯৪ জন।

ভারতে করোনা সংক্রমণের কেন্দ্রে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসাবে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি, তামিলনাড়ুতে ২৮ হাজার, দিল্লিতে ২৬ হাজার ও গুজরাটে আক্রান্ত ১৯ হাজার মানুষ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।