ভয়াবহ সংকটে মুম্বাই, আইসিইউ ৯৯% ভেন্টিলেটর ৯৪% ভর্তি
ভারতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে হু হু করে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই। আক্রান্তের সংখ্যায় ইতোমধ্যেই করোনার উৎস উহানকে ছাড়িয়ে গেছে শহরটি। সেখানে মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলে দ্রুত সংক্রমণ বাড়ায় ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের হুমকিতে পড়েছে মুম্বাই।
ইতোমধ্যেই শহরটির হাসপাতালগুলোতে ৯৯ শতাংশ আইসিইউ ভর্তি হয়ে গেছে ৷ ব্যবহার চলছে ৯৪ শতাংশ ভেন্টিলেটরের। মুম্বাই শহর কর্তৃপক্ষ সম্প্রতি (BMC) করোনা সংক্রমণের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা যায়, মুম্বাইতে মোট আইসিইউ বেডের মধ্যে খালি আছে আর মাত্র ১৪টি।
ভেন্টিলেটরের অবস্থাও একই ৷ গোটা শহরে মোট ৫৩০টি ভেন্টিলেটর মেশিন রয়েছে, যার মধ্যে ৪৯৭টি ব্যবহৃত হচ্ছে ৷ খালি মাত্র ৩৩টি।
পরিসংখ্যান অনুসারে, মুম্বাইতে অক্সিজেন বেড রয়েছে মোট ৫ হাজার ২৬০টি। এর মধ্যে ৩ হাজার ৯৮৬টি অর্থাৎ ৭৬ শতাংশই ব্যবহৃত হচ্ছে ৷ খালি রয়েছে আর ১ হাজার ২৭৪টি৷
মুম্বাইয়ে শেষ একদিনে নতুন করোনা করোন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন, মারা গেছেন ৬৯ জন। ফলে শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িযেছে ৫৬ হাজার ৭৪০, মৃত্যু হয়েছে ২ হাজার ১১১ জনের৷
সূত্র: নিউজ১৮
কেএএ/পিআর