করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন্ডুরাসের প্রেসিডেন্ট
অডিও শুনুন
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জুঁয়ান অরলান্দো হারমান্ডেজ। একই সঙ্গে, তিনি নিউমোনিয়ায় ভুগছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
বুধবার ভোরের দিকে টেলিভিশনে ঘোষণা দেয়া হয় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট জুঁয়ান অরলান্দো হারমান্ডেজ। এর কয়েক ঘণ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছু পরীক্ষা ও এক্স-রেতে তার নিউমোনিয়া ধরা পড়ে।
হারমান্ডেজের সহধর্মিণী অ্যানা গারসিয়াও করোনা পজিটিভ।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের তথ্য বলছে, হন্ডুরাসে এ পর্যন্ত ৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা গেছে। এদের মধ্যে মারা গেছে ৩২২ জন।
গতবছর ব্যাপকভাবে ডেঙ্গু সংক্রমণ দেখা যায় দেশটিতে। এক লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয় ডেঙ্গুতে। মারা যায় ১৮০ জন।
সূত্র : আল-জাজিরা, নিউইয়র্ক টাইমস
এসআর