কানাডায় আক্রান্ত লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২১ জুন ২০২০

অডিও শুনুন

দুই আমেরিকা আর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার সংক্রমণ যে আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে তা শীর্ষ আক্রান্ত দেশের তালিকাতেই স্পষ্ট। তবে অন্য দেশগুলোর চেয়ে কানাডায় সংক্রমণ কিছুটা কম হলে তা অব্যাহত আছে। সবশেষ শনাক্ত রোগীতে লাখ পেরোনো দেশের তালিকায় উঠলো কানাডার নাম।

দেশটির সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, কানাডায় প্রথম কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী মারা যায় ৯ মার্চে। আর ২৮ এপ্রিল দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়। আর আজ ২০ জুন দেশটিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ২২০ জন।

আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৩০০ জন মারা গেছে। তবে চিকৎসা শেষে সুস্থ হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ। কানাডায় প্রতি মিলিয়ন মানুষের মধ্যে আক্রান্তের হার ২২০ জনের বেশি। বিশ্বে করোনায় মৃত্যুর হারে শীর্ষে থাকা দেশগুলোর তালিকায় কানাডার অবস্থান ১১তম; যা ইউরোপের অনেক দেশ ও যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি।

কানাডায় দেশজুড়ে করোনা রোগী শনাক্ত হলেও মূলত সবচেয়ে বেশি সংক্রমণ দুটি রাজ্যে। ওই রাজ্য দুটি হলো ওন্টারিও এবং কুইবেক। দেশটির মোট শনাক্ত রোগীর ৮৭ শতাংশই শনাক্ত হয়েছে এই দুই রাজ্যে। বিশেষ করে বয়স্কদের জন্য কেয়ার হোমগুলোতে সংক্রমণের হার সবচেয়ে বেশি।

করোনার বিস্তার ঠেকাতে ওন্টারিও রাজ্য কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিধিনিষেধগুলো আরও কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। এরমধ্যে রাজ্যটির বাসিন্দাদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে। এর মাধ্যমে দেখা যাবে যে, কোনো ব্যক্তি আক্রান্ত কারও সংস্পর্শে গেছেন কিনা। গেলে সঙ্গে সঙ্গে অ্যাপটি তা জানিয়ে দেবে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এই মোবাইল অ্যাপ চালুর উদ্বোধন করেন। আগামী জুলাই থেকে দেশটিরে প্রত্যেকটি অঞ্চলের জন্য এই অ্যাপ চালু হবে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।