২০২০ সাল শেষের আগেই ভ্যাকসিন পাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৬ জুলাই ২০২০

চলতি বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের একটি ভ্যাকসিন পেয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ডা. অ্যান্থনি ফাউসি। তবে করোনা ভ্যাকসিন চীন সবার আগেই তৈরি করে ফেলতে পারবে; এমন সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন এই সংক্রামক বিশেষজ্ঞ বলেছেন, ‘ভ্যাকসিন কবে পাওয়া যাবে সেটির কোনও নিশ্চয়তা নেই। তবে প্রস্তাবিত সময়সূচি সম্পর্কে আমি খুশি।’

এর আগে, মঙ্গলবার মার্কিন ওষুধপ্রস্ততকারক কোম্পানি মডার্নার করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে আশাব্যাঞ্জক ফল পাওয়া গেছে বলে জানানো হয়। তারপরই মার্কিন এই বিজ্ঞানী ভ্যাকসিন পাওয়ার সময়সীমা নিয়ে কথা বললেন। মডার্নার ভ্যাকসিনটি তৈরির কাজে নিয়োজিত রয়েছেন ফাউসি পরিচালিত দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের বিজ্ঞানীরা।

অনেক বিশেষজ্ঞ একটি কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিনকে করোনাভাইরাস মহামারি থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে দেখছেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে উৎপত্তি হওয়া এই ভাইরাস বিশ্বজুড়ে প্রাণ কেড়েছে ৫ লাখ ৮৭ হাজারের বেশি মানুষের এবং আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৭ লাখের বেশি।

ফাউসি বলেছেন, মডার্নার পরীক্ষার ফলাফল বিশেষ আশাব্যাঞ্জক। কারণ ভ্যাকসিনটি করোনাভাইরাসের প্রাকৃতিক সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষা দিতে পারে।

মডার্নার তৈরি ভ্যাকসিনটি শেষধাপের পরীক্ষা শুরু করবে আগামী ২৭ জুলাই। যুক্তরাষ্ট্রের সরকার এই ভ্যাকসিন তৈরির কাজ দ্রুতগতিতে শেষ করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। আগামী বছরের জানুয়ারির আগে একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ মার্কিন নাগরিকদের শরীরে প্রয়োগের পরিকল্পনা করেছে হোয়াইট হাউস।

বিশ্বে এই মুহূর্তে শতাধিক করোনা ভ্যাকসিন তৈরির কাজ চলমান রয়েছে। এরমধ্যে মডার্নারটি-সহ অন্তত ২৩টি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষার প্রক্রিয়ায় রয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে অ্যান্থনি ফাউসি জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে দেশটির অর্থনীতি দ্রুত খুলে দেয়ার সিদ্ধান্তের সমালোচনায় করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলীয় মিত্রদের রোষানলে পড়েছেন তিনি।

নিজের চরিত্র নিয়ে সমালোচনা এবং প্রেসিডেন্টের আনুগত্যের বিষয়গুলো কীভাবে সামলাবেন, এমন প্রশ্নের জবাবে ফাউসি বলেছেন, আমি এসব নিয়ে ভাবছি না, এতে বিব্রত নই। আমরা ভ্যাকসিন নিয়ে কী করছি, চিকিৎসা নিয়ে কী করছি এবং ক্লিনিক্যাল ট্রায়ালে কী করছি, সেসবই আসল বিষয়।

ভ্যাকসিন তৈরির দৌড়ে শেষ সীমা যুক্তরাষ্ট্রে আগেই চীন ছুঁয়ে ফেলতে পারবে বলে মনে করেন না ফাউসি। তবে চীনের সফলতা প্রত্যাশা করেছেন তিনি। ফাউসি বলেন, তিনি মনে করেন না যে, তারা (চীন) ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় সবার আগে জয়ী হবে।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।