একদিনে সর্বোচ্চ সংক্রমণ ইরাকে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৩ আগস্ট ২০২০

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে। দেশটিতে নতুন করে আরও প্রায় ৪ হাজার মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা মহামারি শুরুর পর দেশটিতে একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। খবর সিএনএন।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, নতুন করে আরও ৩ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে একদিনে এতো বেশি সংক্রমণের ঘটনা দেখেনি ইরাক।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৭৭। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৬৪১ জন।

তবে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ইরাকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৪৩৬। এর মধ্যে মারা গেছে ৫ হাজার ৫৮৮ জন।

দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১৪ হাজার ৫৪১ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৪০ হাজার ৩০৭। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৫৯২ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি, স্পেন। এসব দেশে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সংক্রমণে শীর্ষে রয়েছে ইরান। এরপরেই রয়েছে সৌদি আরব, তুরস্ক, ইরাক, কাতার, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।