নির্বাচনের পরের দিন যুক্তরাষ্ট্রে এক লাখ করোনা আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৫ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। গণনা শেষ না হওয়ায় এখনও ফলাফল ঘোষণা হয়নি। এ নিয়ে দেশটির ভেতরে-বাইরে সবখানেই দেখা যাচ্ছে তীব্র উত্তেজনা। তবে নির্বাচনী আবহের মধ্যেই বড় ক্ষতি হয়ে যাচ্ছে মার্কিনিদের।

ভোটের একদিন পরেই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০০ জনের বেশি। একই দিন এক লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্তের রেকর্ডও গড়েছে তারা। বৃহস্পতিবার কোভিড ট্র্যাকিং প্রোজেক্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ৫০ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন, যা অক্টোবরের প্রথমদিকের চেয়ে অন্তত ৬৪ শতাংশ বেশি।

দেশটিতে দৈনিক মৃত্যুহারও ক্রমাগত বাড়ছে। যদিও তা এখনও মহামারির প্রারম্ভিককালের চেয়ে কমই রয়েছে।

গত শুক্রবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি বলেছিলেন, ‘আমাদের জন্য আরও বড় আঘাত আসছে।’

শীতকাল আসার মুহূর্তে দেশটিতে এরচেয়ে বাজে অবস্থা হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।

ডা. ফউসির এ কথার তীব্র নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার বলেছেন, এ বক্তব্য অগ্রহণযোগ্য ও আইনবিরোধী।

বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বড় ভুক্তভোগী যুক্তরাষ্ট্র। সেখানে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণে এপর্যন্ত ৯৫ লাখের বেশি আক্রান্ত এবং ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।