পিপিই পরে চীনে অভিনব ফ্যাশন শো, বিক্রির হিড়িক
করোনাভাইরাসের দাপটে বদলে গেছে গোটা বিশ্ব। নিউ নর্মালে অভ্যস্ত হয়েছে মানুষ। এরই মধ্যে অভিনব ফ্যাশন শো’র আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে করোনার উৎপত্তিস্থল চীন।
সম্প্রতি ‘চীন-ড্যাংডং ফ্যাশন উইক’ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বহু মডেল। তবে রকমারি ব্যতিক্রমী পোশাকের সাজে মডেলরা ব়্যাম্পে হাঁটেন নি। মডেলদের পরনে ছিল পিপিই। মূলত এ ফ্যাশন শো’তে বিভিন্ন ধরনের পিপিই কিট, মাস্ক, ফেসশিল্ডের প্রদর্শনী করা হয়।
ব্যতিক্রমী এ ফ্যাশন শো এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ফ্যাশন সচেতনরা এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন পিপিই কিট প্রস্তুতকারকরা। এই ফ্যাশন শো’র পর চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত নয়, এমন মানুষেরা নতুন করে পিপিই’র প্রেমে মজেছেন। ফলে চীনে নতুন করে পিপিই বিক্রির হিড়িক লেগেছে।
এএএইচ/এমকেএইচ