করোনায় প্রাণ হারালেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ৩০ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল সোলি সরাবজি। পদ্ম বিভূষণ খেতাবজয়ী প্রখ্যাত এই আইনজীবীর বয়স হয়েছিল ৯১ বছর। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সকালে তার মৃত্যু হয়। খবর- এনডিটিভি।

১৯৩০ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সোলি জেহাঙ্গীর সোরাবজি। ১৯৫৩ সালে বোম্বে হাইকোর্টে আইন পেশা শুরু করেন। ১৯৭১ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট তাকে সিনিয়র কাউন্সেল পদবী দেয়।

১৯৮৯ সালে প্রথমবারের মতো তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার। এরপর দ্বিতীয় মেয়াদে ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি।

তিনি ছিলেন একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী। ১৯৯৭ সালে তিনি নাইজেরিয়ায় জাতিসংঘের বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।