সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৩ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৩ জুলাই ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইরাকে করোনা হাসপাতালে আগুনে নিহত বেড়ে ৬৬

ইরাকের একটি করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও শতাধিক। সোমবার গভীর রাতে দক্ষিণের শহর নাসিরিয়ায় আল-হোসেন টিচিং হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বেসামরিক প্রতিরক্ষা দলের সহায়তায় ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে ঘটনাস্থলে বিক্ষেভ করেছে হতাহতদের স্বজনরা।

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহত বেড়ে ৪৫

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা জেলে যাওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। আটক হয়েছে আরও আট শাতধিক। দেশটিতে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ এবং অর্থনৈতিক কেন্দ্রস্থল জোহানেসবার্গকে রক্ষায় মাঠে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আদালত অবমাননার দায়ে ৮ জুলাই থেকে জুমার কারাজীবন শুরু হয়।

মালালার ছবি ছাপায় পাকিস্তানে পাঠ্যবই বাজেয়াপ্ত

পাকিস্তানের পাঠ্যপুস্তকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে অন্তর্ভুক্ত করায় সপ্তম গ্রেডের সোশ্যাল স্টাডিজ বইটি বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার এমন সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। যুক্তরাজ্যে অবস্থানরত মালালার ইসলাম নিয়ে দৃষ্টিভঙ্গির কারণে পাঠ্যবইটি বাজেয়াপ্ত করা হয় বলে অভিযোগ আনা হয়। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, বইটির ৩৩ পৃষ্ঠায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ, জাতীয় কবি আল্লামা ইকবাল, দার্শনিক সায়েদ আহমেদ খান, সাবেক প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, কিংবদন্তি সমাজসেবী আবদুল সাত্তার এধী, বেগম রানা লিয়াকত আলী খান, নিশান-ই-হায়দার পুরস্কারপ্রাপ্ত মাজ আজিজ ভাট্টি ও নারী আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের ছবি প্রকাশ করা হয়।

আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণে নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। হতাহত সবাই দেশটির বেসামরিক লোক। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কাবুলের সার-ই-চক এলাকার মাইওয়ান্ড সড়কে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, বিস্ফোরণের ধরনটি এখনও পরিস্কার নয়। এ ঘটনায় কারা জড়িত তাও শনাক্ত করা যায়নি। তালেবানসহ কোন পক্ষই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের কুন্দুজেই বাস্তুচ্যুত ১২ হাজার মানুষ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সেনাদের সাথে তালেবানের সংঘর্ষে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন ১২ হাজারের বেশি মানুষ। প্রদেশের রাজধানী কুন্দুজ শহরের নিয়ন্ত্রণ করছে আফগান সেনারা। কিন্তু শহরটি দখলে চেষ্টায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান। চলমান সংঘাতে প্রাণহানির শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন তারা।

চীনে হোটেল ধসে নিহত ৮, নিখোঁজ বহু

চীনে হোটেল ধসে অন্তত আটজন মারা গেছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। সোমবার বিকেলে চীনের পূর্ব শহর সুঝাউতে সিজি কাইউয়ান নামে হোটেলটি ধসে পড়ে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ একজনের মৃত্যুর খবর জানিয়েছিল। তবে মঙ্গলবার রাষ্ট্রপরিচালিত পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সু চির বিরুদ্ধে আদালতে নতুন চার অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও চারটি অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালের একটি আদালতে অভিযোগগুলো দায়ের করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে, সংঘাতপূর্ণ দেশটিতে দ্বন্দ্বমান পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সেপ্টেম্বরে স্পুটনিক ভি উৎপাদনে যাচ্ছে সেরাম

করোনাভাইরাসের রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি-এর উৎপাদন করতে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এ টিকার উৎপাদন। এরইমধ্যে সেরামকে স্পুটনিক ভি তৈরির ছাড়পত্রও দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক দফতর। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ার টিকা স্পুটনিক ভি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও হাতে পেয়েছে সেরাম ইনস্টিটিউট। ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩শ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বলেন, সেপ্টেম্বরের মধ্যেই সেরাম থেকে রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ ছাড়া পাবে।

মিশ্র টিকার ব্যবহার নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি টিকার মিশ্র ব্যবহার নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পদ্ধতিতে টিকাদানের ফলাফল নিয়ে খুব কম তথ্য থাকায় বিষয়টিকে ‘বিপজ্জনক প্রবণতা’ হিসেবে উল্লেখ করেছেন সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান। সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে কিছুটা বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। টিকার মিশ্র ব্যবহারের বিষয়ে আমাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই।

পরীক্ষামূলক উৎক্ষেপণে ব্যর্থ ভারতের ক্ষেপণাস্ত্র ব্রহ্মস

সফল হল না ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। সোমবার ভারতের বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে সেটি। অর্থাৎ উৎক্ষেপণ প্রত্যাশা পূরণ হয়নি অত্যন্ত শক্তিশালী ভারতীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিলো। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।