সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২২ জুলাই ২০২১
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ ডেল্টার বিরুদ্ধে কার্যকর
ফাইজার অথবা অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুটি ডোজ করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন (ভ্যারিয়েন্ট) ডেল্টা প্রতিরোধে উচ্চমাত্রায় কার্যকর। এর মাধ্যমে ভালোভাবেই করোনার আলফা ভ্যারিয়েন্টও প্রতিরোধ সম্ভব। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে আশাব্যঞ্জক এ তথ্য উঠে এসেছে। গত বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে এ গবেষণার ফলাফল। এতে দেখা গেছে, দুটি টিকারই দুই ডোজ গ্রহণকারীরা বিশ্ব-কাঁপানো ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে অধিক সুরক্ষা পাচ্ছেন।
চতুর্থবারের মতো টিকটক বন্ধ করল পাকিস্তান
আবারও টিকটক বন্ধ করল পাকিস্তান। অশ্লীল ভিডিও প্রচারের দায়ে গত বুধবার ক্ষুদ্র ভিডিও শেয়ারিং অ্যাপটি ফের নিষিদ্ধ করেছে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। দেশটিতে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক বেশ কয়েকবার আইনি জটিলতায় পড়েছে। চলতি মাসের শুরুর দিকেও একটি প্রাদেশিক আদালতের নির্দেশে দুইদিন বন্ধ ছিল অ্যাপটি।
সৌদিতে নতুন ইতিহাস, হজে নিরাপত্তার দায়িত্বে নারী সেনা
সৌদি আরবে তৈরি হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো হজের সময় মক্কায় নিরাপত্তার দায়িত্ব পালন করলেন নারী সেনারা। গত এপ্রিল থেকে মক্কা এবং মদিনায় নিরাপত্তার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন একাধিক নারী। তেমনই একজন মোনা। সেনাবাহিনীর খাকি উর্দির সঙ্গে লম্বা জ্যাকেট পরে মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার বিভিন্ন প্রান্তে টহল দিয়েছেন সৌদি নারী সেনা মোনা। তিনি বলেন, আমার বাবাও সেনাবাহিনীতে ছিলেন। সেনাসদস্য হতে তিনিই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি তার পদাঙ্ক অনুসরণ করছি। হাজিদের সেবা করতে পারাটা খুবই মহৎ এবং সম্মানের কাজ।
ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশি নিহত
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে। বুধবার তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রেড ক্রিসেন্ট বলেছে, নৌকাটি লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা থেকে যাত্রা শুরু করেছিল। এতে সিরিয়া, মিসর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।
ইন্দোনেশিয়ায় ঝড়ের তাণ্ডব : নিহত ২৪, খোঁজ মিলছে না ৩১ জনের
কিছুদিন আগে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বেশ কয়েকটি মাছধরা জাহাজে ঝড়ের আঘাতের পর নিখোঁজ হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩১ জন। বুধবার উদ্ধারকারী দলের প্রধান এ তথ্য জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছিল দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের সাম্বাস জেলায়। প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধাম ইয়োপি হারিয়াদি জানান, সেদিন আবহাওয়া দফতর থেকে ঝড়ের পূর্বাভাস পেয়ে দুটি টাগবোট এবং কয়েকটি মাছধরা জাহাজ তীরে পৌঁছায়। আরও কয়েকটি জাহাজ নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এর মধ্যেই ঝড় আঘাত হানে তাদের ওপর।
পেগাসাসের ফাঁদে দুই প্রিন্সেস
ফোন হ্যাকিং সফটওয়্যার পেগাসাসে সম্ভাব্য ভুক্তভোগী দুই প্রিন্সেস লতিফা ও হায়া। তাদের ফোন নম্বরও চিহ্নিত করা হয়েছে পেগাসাস প্রজেক্টে, এমনটাই জানিয়েছে বিবিসি। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের কন্যা লতিফা এবং তার সাবেক স্ত্রী ও জর্ডানের প্রিন্সেস হায়া বিনতে আল-হুসাইন। আলোচিত প্রিন্সেস লতিফা ও জর্ডানের প্রিন্সেস হায়ার ওপর নজরদারি চালানো হয়েছে বলে মনে করছে অনুসন্ধানকারীরা।
উচ্চ মাধ্যমিকে ৫০০’র মধ্যে ৪৯৯ পেলেন মুর্শিদাবাদের রুমানা
পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে আজ বৃহস্পতিবার। রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদ জেলার রুমানা সুলতানা। রুমানার এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, স্বজন, শিক্ষক আর প্রতিবেশিরা। কান্দি থানার শিবরামবাটি এলাকার মেয়ে রুমানা। কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দেন তিনি। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান দখল করেন রুমানা। দুই বছর আগে জীবনের প্রথম বড় পরীক্ষায় ৬৮৭ নম্বর পান। তারপর বিজ্ঞান বিভাগে ভর্তি। আর সেই বিভাগ থেকেই এলো দারুণ সাফল্য।
ফেলে দেওয়া ১৫০০ মাস্ক দিয়ে বিয়ের গাউন
বিয়ে বলে কথা। জাকজমকপূর্ণ সাজে কনে হাজির হবে বিয়ের মঞ্চে, এই ধ্যান-ধারণাকে বদলে দিলেন লন্ডনে জামিমা হ্যামবো্ নামে এক তরুণী। করোনা মহামারির মধ্যে ব্যবহৃত মাস্ক ফেলে না দিয়ে তৈরি হলো বিয়ের গাউন। আর সেই গাউন পড়ে হাজির কনে। গাউনটিতে ব্যবহার করা হয়েছে, দেড় হাজার মাস্ক। এ ছাড়া প্লাস্টিক পিপিই কিট ব্যবহার করা হয়েছে গাউনের ভেতরের দিকে। এমন ঘটনায় হইচই পড়ে গেছে নেটিজেনদের মাঝে, বলছে ইভনিং স্ট্যান্ডার্ড নামে ব্রিটেনের একটি স্থানীয় গণমাধ্যম।
১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ ঘোষণা মমতার
২০২১ সালে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে তুমুল জনপ্রিয়তা পায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করলেন, ১৬ আগস্ট রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালিত হবে। এমনটাই বলছে দেশটির গণমাধ্যমগুলো। সেদিন বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ফুটবল বিলি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মমতা বলেন, ‘একুশের রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম খেলা হয়েছিল। সেই খেলায় আমরা জিতেছি। এই রাজ্যপাট থেকে বিজেপিকে হটিয়েছি। এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘিরে দেশজুড়ে আবার খেলা হবে। সেই খেলা হবে দিল্লির শাসনক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হটানোর খেলা। দেশ থেকে বিজেপি হটানোর খেলা।’
এসএইচএস/জিকেএস