সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২৫ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৫ জুলাই ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারি বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত ভারত, নিহত বেড়ে ১৩৮

টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র, মুম্বাই ও গোয়া। বন্যাকবলিত মহারাষ্ট্র ও গোয়ায় এখনো অনেকে নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই রাজ্যের ৮৪ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। গোয়ায় কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে চারশোর বেশি মানুষকে। এদিকে, মুম্বাইয়ে এখনো জারি রয়েছে রেড এলার্ট। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রোববার উত্তর গোয়ায় যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত। তিনি বলেন, ১৯৮২ সালের পরে এতো ভয়ানক পরিস্থিতি আর হয়নি রাজ্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গোয়ার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যা দুর্গতদের সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

বন্যার পর চীনে এবার ঘূর্ণিঝড় ‘ইন-ফা’র আঘাত

ভারি বৃষ্টিতে গত সপ্তাহ ধরে বিপর্যস্ত চীনের কয়েকটি প্রদেশ। বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হেনান প্রদেশে। এর মাঝেই আজ রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে শক্তিশালী টাইফুন ইন-ফা। টাইফুনের আঘাতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। টাইফুনের প্রভাবে সাগর উত্তাল হতে পারে। সতর্কতা জারি করে উপকূলের মানুষকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে গত ২৪ ঘণ্টায়। তবে বাড়েনি সুস্থতার সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আট হাজার ১৮৩ জন। এছাড়া নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৯০ হাজার ৫২৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন তিন লাখ ২৯ হাজার ৮৯২ জন। রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসকে ‘ভয় পাওয়া উচিত নয়’ বা ‘ভয় পেয়ে গুটিয়ে যাওয়া ঠিক নয়’ টুইটারে এমন মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবেদ। টুইটার পোস্টে তিনি আরো জানান, এক সপ্তাহ আগে করোনা পজিটিভ হলেও এখন আমি সম্পূর্ণ সুস্থ। উপসর্গগুলো খুবই সাধারণ ছিল। এমন আশ্চর্যজনক ভ্যাকসিনকে ধন্যবাদ। যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদেরকে নেয়ার আহ্বান জানান তিনি। লেবার পার্টি তার এ মন্তব্যের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে যারা করোনার বিধিনিষেধ মেনে চলছে তাদের অবজ্ঞা করা হলো। তবে সাজিদ জাবেদ নতুন এক টুইটার পোস্টে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বলেন, ‘আমার শব্দ চয়নে ভুল হয়েছিল।’

টিকা নিয়ে উপহাস করা ব্যক্তির করোনায় মৃত্যু

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে উপহাস করা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তি সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। স্টিফেন হারমন (৩৪) নামের ওই ব্যক্তি লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার করোনা রিজিওনাল মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ এক মাস করোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত প্রাণ হারান।

চীনে গুদামে আগুন, নিহত ১৪

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনে ওই গুদামটি অবস্থিত। রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে শিনহুয়া। চীনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভবন নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা মেনে না চলা এবং অননুমোদিত ভবনগুলো এমন ভাবে তৈরি করা হয় যে, দুর্ঘটনা ঘটলে সেখান থেকে বের হওয়াটাও অনেকটা কঠিন হয়ে পড়ে।

ইরানে পানির দাবিতে বিক্ষোভ, গুলিতে নিহত ৩

ইরানে খরা পরিস্থিতি চরম আকার ধারণ করায় গত সপ্তাহ থেকে পানির দাবিতে আন্দোলনে নেমেছে হাজার হাজার মানুষ। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতেও। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রথমে টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে আন্দোলনকারীদের ওপর চালানো হয় গুলি। এতে তিন জন নিহত হয়েছে বলে সিএনএন-এর খবরে বলা হয়। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলছে, সহিংস ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত আরো অনেকে। গত ১০ রাতে ইরানের ৩০টি শহর থেকে অন্তত ১০২ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানায় এই এজেন্সি ।

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারল ইসরায়েল

ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। পশ্চিমতীরে ইসরায়েলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিল ওই কিশোর। বিক্ষোভে ইসরায়েলি বাহিনী গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ বছর বয়সী মোহাম্মদ মুনির আল তামিমি নামের ওই কিশোর গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পশ্চিমতীরের বেইতায় শুক্রবার শত শত ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নেন।

বাইডেনের মুখোমুখি হচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হতে যাচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধেমি। সোমবার তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরেই তার সঙ্গে বাইডেনের সাক্ষাত হওয়ার কথা রয়েছে। এই দুই নেতার বৈঠকে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এই সফরে বাইডেন নিজেই মুস্তফা আল কাধেমিকে স্বাগত জানাবেন বলে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৬ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মুস্তফা আল কাধেমি মধ্যকার বৈঠক যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব তুলে ধরবে।

আফগানিস্তানে সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত, কারফিউ জারি

আফগানিস্তানের ১৩ প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ২৬৯ তালেবান সদস্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ইরিব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বালখ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়। এদিকে, এসব অভিযানের পরেই স্থানীয় সময় রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানী কাবুল ও অন্য দুটি প্রদেশ বাদে সারাদেশে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে।

ক্যামেরুনে বোকো হারামের হামলায় ৬ সেনা নিহত

ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি সেনাচৌকিতে নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে নাইজেরিয়া সীমান্তসংলগ্ন সাগমে এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিআরটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সীমান্তসংলগ্ন এলাকায় প্রতিবেশী দেশ নাইজেরিয়া ও চাদে আধিপত্য বিস্তারকারী বোকো হারামের সঙ্গে কয়েক বছর ধরে সংঘর্ষ চলছে ক্যামেরুন সেনা বাহিনীর। কয়েক মাস ধরে চলা সংঘর্ষের ঘটনার মধ্যে এটি বড় বলে ধারণা করা হচ্ছে।

সাবেক রাষ্ট্রদূতের মেয়েকে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান

পরপর কয়েকটি হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের হাজার হাজার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র আন্দোলন শুরু হয়েছে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে। সম্প্রতি পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত শওকত মুকাদ্দামের মেয়ে নূর মুকাদ্দাম বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজ রোববার সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এর আগে এরকম আরো দুটি বর্বর হত্যার ঘটনা ঘটে। টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে এএনআই জানায়, গত ২০ জুলাই ২৭ বছর বয়সী নূর মুকাদ্দামের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরে জহির জাফর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে নূর মুকাদ্দামের বন্ধু বলে জানিয়েছে তারা। জাফরের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহত নুর মুকাদ্দামের বাবা শওকত মুকাদ্দাম দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানে পাকিস্তানি কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

আসামে শিশুসহ ২৪ রোহিঙ্গা আটক

আসামের গোয়াহাটি রেলস্টেশনের কাছ থেকে নারী ও শিশুসহ ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ২৫ জুলাই আগরতলা-দেওঘর এক্সপ্রেসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থার ভুয়া আইডি কার্ড পাওয়া যায় তাদের কাছে। এর আগে শুক্রবার (২৩ জুলাই) আগরতলার করিমগঞ্জ থেকে নারী-পুরষ ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে আটক করে রেলওয়ে পুলিশ। বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করার কথা জানিয়েছে পুলিশ। এসব রোহিঙ্গা আগরতলা হয়ে উত্তরপ্রদেশে ও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এ নিয়ে দুই দিনে ২৪ জন রোহিঙ্গাকে আটক করে তারা।

শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণ আফ্রিকা

প্রচন্ড শীতে রীতিমতো কাঁপছে গোটা দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরু থেকে তাপমাত্রা নামতে শুরু করে। দেশটির আবহাওয়া অধিদফতর (এসএইচএস) জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ৭০ শতাংশ জনগণ মাইনাস ২ থেকে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবনযাপন করছে। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, ফ্রি স্টেইট, ওয়েস্টার্ন কেপ, ইস্টার্ন কেপ, পুমালাঙ্গাসহ প্রায় সব প্রদেশ তুষারপাতের কারণে চারপাশ সাদা হয়ে আছে। শৈত্যপ্রবাহের কারণে শূন্যের অনেক নিচের তাপমাত্রা বোধ হচ্ছে। তবে তীব্র শীতের কারণে এই পর্যন্ত মৃতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৩ সালের পর দক্ষিণ আফ্রিকায় এটি সবচেয়ে বড় শৈত্যপ্রবাহ।

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।