সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৬ আগস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৬ আগস্ট ২০২১
ছবি: সংগৃহীত

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বে একদিনে আরও ১০ হাজার মানুষের প্রাণহানি

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ চার হাজার ৮১১ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ২৬০ জন। শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) একদিনে ১০ হাজার ৩৫ জনের মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয় আরও ছয় লাখ ৪৪ হাজার ৪৪৬ জন।

ডেল্টার আঘাতে ভেস্তে যাচ্ছে চীনের কোভিড জিরো প্ল্যান

লোকভর্তি একটি ফ্লাইট, সিএ-৯১০ গত ১০ জুলাই নানজিং শহরের বিমানবন্দরে অবতরণ করে। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত এক যাত্রী মস্কো থেকে ওই ফ্লাইটে করে নানজিং শহরে যান। তারা যে যার মতো চলে যাবার পর এক কর্মী যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা না নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সেখান থেকেই ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চীনের এক কর্মকর্তার ভাষ্যমতে, বিমানবন্দরের ওই কর্মীর মাধ্যমে ছড়িয়ে পড়ল ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটি এখন উহানের চেয়েও ভয়ঙ্কর আকার ধারণ করছে। কয়েক সপ্তাহ আগে অন্তত ১৬ জনের শরীরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয় নানজিং শহরে। এখন তা ছড়িয়ে পড়ছে বেইজিং, সাংহাই ও উহানের বিভিন্ন শহরে।

ইউরোপে কোভিশিল্ডের জন্য বাণিজ্যিক ছাড়পত্র চাইবে না সিরাম

কোভিশিল্ড বাজারজাতকরণের জন্য ইউরোপীয় নীতিনির্ধারকদের কাছে আলাদা কোনো ছাড়পত্রের আবেদন করবে না সিরাম ইনস্টিটিউট। কারণ সিরামের অংশীদার অ্যাস্ট্রাজেনেকা ইতোমধ্যে ভারতীয় সংস্থাটিকে বিকল্প উৎপাদনকেন্দ্র হিসেবে বিবেচনার অনুরোধ জানিয়েছে। এই ‘মার্কেটিং অ্যাপ্রুভাল’ বা বিপণন অনুমতি হচ্ছে ইউরোপ ভ্রমণে ‘গ্রিন পাস’-এর জন্য টিকার অনুমোদন সম্পর্কিত অন্যতম শর্ত। ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে তৈরি করেছে করোনা টিকা ভ্যাক্সজেভ্রিয়া। তাদের অনুমতিসাপেক্ষে একই প্রযুক্তিতে টিকা উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট, যার নাম দেয়া হয়েছে কোভিশিল্ড।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান দুর্ঘটনায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সাইটসিয়িং বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, ওই বিমানে আরোহী ছয়জনই ছিলেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। সিএনএন-এর খবরে এসব তথ্য জানা গেছে। কোস্টগার্ড ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কেটচিকান শহরে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। পরে স্থানীয় সময় ২টা ৩৭ মিনিটে তারা সেটি চিহ্নিত করে উদ্ধার কাজ চালায়।

বন্দুকধারীদের হামলায় আফগান সরকারের গণমাধ্যম পরিচালক নিহত

আফগানিস্তানের তথ্য ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনপাল বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার রাজধানী কাবুলের দারুল আমান রোডে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির তথ্য ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালককে হত্যার সঙ্গে তালেবান জাড়িত বলে দাবি করেছে দেশটির সরকার।

শপথ নিলেন ইরানের নয়া প্রেসিডেন্ট

ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হয় তার শপথ অনুষ্ঠান। এতে অংশ নেন ইরানের বিচার বিভাগীয় প্রধান, সংসদের স্পিকার, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। রীতি অনুযায়ী উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের খবর অনুসারে, অনুষ্ঠানের শুরুতেই ইরানের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং এরপর পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সংসদীয় স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। তাদের বক্তব্য শেষে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইব্রাহিম রাইসি।

হংকংয়ের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ‘সেফ হেভেন’

চীনের নিপীড়নের অভিযোগের জেরে যুক্তরাষ্ট্রে বসবাসরত হংকংয়ের নাগরিকদের জন্য অস্থায়ী নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা আসার ফলে দেশেটিতে হংকংয়ের নাগরিকদের বসবাসের মেয়াদ বাড়ার সুযোগ তৈরি হলো। রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতে তিন বছরে সাড়ে ২৪ হাজার শিশু আত্মঘাতী, বড় কারণ পরীক্ষায় ফেল

মহামারি, লকডাউন আর ক্রমবর্ধমান মৃত্যুর মধ্যে চরম অনিশ্চয়তায় বিশ্বের কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন। এতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে সম্ভবত শিশুদের ওপর। পড়াশোনার ক্ষতি তো হচ্ছেই, বাধাগ্রস্ত হচ্ছে তাদের মানসিক বিকাশ। অনেকেই আবার শিকার হচ্ছে পারিবারিক নির্যাতন-অবহেলার। সন্তানের মানসিক অবস্থাকে আমলে নেন না এমন মা-বাবার অভাব নেই। শিশুদের মনে কী চলছে, তারা আদৌ খুশি কি-না, সে বিষয়ে উদাসীন বহু অভিভাবক ও শিক্ষক। খালি বাড়তে থাকে তুলনা, অযথা প্রত্যাশা ও উচ্চাকাঙ্ক্ষার চাপ। আর তার ফলে হারিয়ে যাচ্ছে অনেক কোমলমতি প্রাণ। সম্প্রতি ভারতে শিশু-আত্মহত্যার পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)। আর তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতে আত্মঘাতী হয়েছে ২৪ হাজার ৫৬৮ শিশু। এর মধ্যে ১৩ হাজার ৩২৫ জনই মেয়ে।

নিয়ন্ত্রণে আসছে না গ্রিসের দাবানল

গ্রিসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দেশটির দমকলকর্মীরা। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সোমবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, ১৯৮৭ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ তাপদাহের মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ। আগামী দিনগুলোতে দেশটির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বন্যার রেশ না কাটতেই ইউরোপে এবার দাবানল

রেকর্ড বৃষ্টিপাতের পর গত মাসে ইউরোপের পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। এতে জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডে প্রাণ হারান অন্তত শ’ দুয়েক মানুষ। তার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপের দক্ষিণাঞ্চলে শুরু দিয়েছে সর্বগ্রাসী দাবানল। দাউদাউ করে জ্বলছে তুরস্ক, গ্রিস, ইতালি, নর্থ ম্যাসিডোনিয়া, অ্যালবেনিয়ার মতো দেশগুলো।

দুর্গতদের উদ্ধারে গিয়ে আটকে পড়লেন মন্ত্রী

প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যা দেখা দিয়েছে ভারতের একাধিক রাজ্যে। বৃহস্পতিবার মধ্য প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেখানে জোরকদমে চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। আর সেই কাজে হাত লাগাতে গিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র নিজেই। কিন্তু ভাগ্য খুব একটা সহায় ছিল না তার। দুর্গতদের উদ্ধারে গিয়ে নিজেই দুর্গতিতে পড়েন এ নেতা। ঠিক কী হয়েছিল? ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, মন্ত্রী নরোত্তম মিশ্র একটি নৌকায় করে দাতিয়া জেলার একটি গ্রামে গিয়েছিলেন বন্যার্তদের সাহায্য করতে। সেখানে গিয়ে জানতে পারেন, একটি বাড়ির ছাদে কয়েকজন আটকে রয়েছেন। এ কারণে সেখানে যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তিনি। কিন্তু তখনই নৌকার ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আর এগোনো সম্ভব ছিল না। ফলে ওখানেই আটকে পড়েন নরোত্তম।

মারা গেল বিশ্বের সবচেয়ে ‘নিঃসঙ্গ’ ভালুক

বিশ্বের সবচেয়ে ‘নিঃসঙ্গ’ বলে অভিহিত ভালুকটি উদ্ধারের কয়েক মাস পর মারা গেল। ইউক্রেনের সার্কাসে প্রদর্শনের জন্য ১২ বছর ধরে বন্দি ছিল এই ভালুকটি। কর্তৃপক্ষের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে ডেইলি মেল। জ্যাম্বোলিনা নামের এই ভালুকটি, তার কয়েক সপ্তাহ বয়স থেকে ইউক্রেনের সার্কাসের জন্য খাঁচায় বন্দি জীবন কাটাচ্ছিল। গত বছর ডিসেম্বরে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে সুইস আলপাইন সংরক্ষিত এলাকায় নিয়ে যাওয়া হয়।

এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।