সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ আগস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৬ আগস্ট ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

করোনায় মৃত্যুর রেকর্ড রাশিয়ায়

করোনা সংক্রমণে মৃত্যুর নতুন রেকর্ড করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও ৮২০ জনের মৃত্যু হয়েছে। ডেল্টা সংক্রমণের কারণে দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু বাড়তে শুরু করেছে। অপরদিকে ভ্যাকসিনও ধীর গতিতে চলছে। সরকারি হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ হাজার ৬৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে আরও ৮২০ জন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে জুনের মাঝামাঝি সময় থেকেই রাশিয়ায় করোনার নতুন ঢেউ আঘাত হানে। গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা কমলেও চলতি মাসেই নতুন করে বেশ কয়েকবার মৃত্যুর রেকর্ড হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়ায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

আফগানিস্তান ইস্যুতে ধীরে চলার নীতিতে ভারত

আফগানিস্তান ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারে সরকারের পদক্ষেপ সম্পর্কে কেন্দ্রের কাছে জানতে চেয়েছে বিরোধীরা। ভারতীয়দের কাবুল থেকে কীভাবে সরিয়ে নেওয়া হবে তা ব্যাখ্যা করেছে কেন্দ্র।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা নিয়ে কী ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার? পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে বিরোধীপক্ষ। এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে তালেবান ইস্যুতে অন্যান্য দেশের মতো ধীরে চলার নীতিই অনুসরণ করছে ভারত।

৩১টি রাজনৈতিক দলের ৩৭ জন প্রতিনিধিকে নিয়ে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সর্বদলীয় বৈঠক হয়েছে। ওই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা রাজনৈতিক দল ও সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের যে বার্তা দিতে চাই তা হলো, আমাদের সবারই মতামত এক।

শুক্রবারের মধ্যেই কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেবে ফ্রান্স

এক সপ্তাহের বেশি সময় আগে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নেওয়ার পর পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়। তারপর থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকসহ বহু আফগান নাগরিককে কাবুল থেকে সরিয়ে নিয়েছে। এখনও লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়নি। এদিকে তালেবান সতর্ক করে দিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সময়সীমা অর্থাৎ আগামী ৩১ আগস্টের মধ্যেই লোকজনকে সরিয়ে নিতে হবে।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ বলছে, তারা ৩১ আগস্টের মধ্যেই লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ করবে। এদিকে ফ্রান্স জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যেই কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। কাবুলে অবস্থানরত ফরাসি নাগরিক এবং দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদের শুক্রবার সন্ধ্যার মধ্যেই সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স।

নাইজারে নিরাপত্তাবাহিনী-বোকো হারামের সংঘর্ষে নিহত ৬৬

নাইজারের দক্ষিণাঞ্চলে দেশটির সেনা সদস্যদের সঙ্গে বোকো হারামের সংঘর্ষে ৬৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও ৯ সেনা সদস্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোকো হারামের একশ জনের মতো হামলা চালায় সেনা চেকপোস্টে। এসময় ১৬ জন সেনা সদস্য মারা যান এবং আহত হন আরও ৯ জন।

বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, বোকো হারাম হামলা চালালে পাল্টা আক্রমণে ৫০জন হামলাকারী নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ২০০৯ সালে দক্ষিণাঞ্চল থেকে প্রথম হামলা শুরু করে বোকো হারাম। এরপর সহিংস হামলা ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ চাদ, ক্যামেরুনসহ কয়েকটি দেশে।

তানজানিয়ায় ফরাসি দূতাবাসের কাছে হামলায় পুলিশসহ নিহত ৪

তানজানিয়ায় ফরাসি দূতাবাসের কাছে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা এবং একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির এক সদস্য। স্থানীয় সময় বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী ডের এস সালামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বলেন, হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে। এছাড়া সেখানকার পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে রয়েছে।

টুইট বার্তায় প্রেসিডেন্ট হাসান বলেন, নিহত তিন পুলিশ সদস্য এবং এসজিএ সিকিউরিটি কোম্পানির এক সদস্যের মৃত্যুর ঘটনায় পুলিশ সার্ভিস এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ডের এস সালামের সালেন্ডা এলাকায় এক সশস্ত্র ব্যক্তির হামলায় তারা নিহত হয়েছেন।

কাবুল বিমানবন্দরে ফের হামলার শঙ্কা

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ আবারও আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলার শঙ্কা প্রকাশ করেছে। একইসঙ্গে নাগরিকদের সতর্ক করেছে তারা। দ্রুত তাদেরকে বিমানবন্দর এলাকা ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

১৫ আগস্ট তালেবান কাবুল দখলে নেওয়ার পর হাজার হাজার আফগান ভিড় করছে কাবুল বিমানবন্দরে। বিভিন্ন দেশের দূতাবাসকর্মীসহ নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে সেখান থেকে। আগামী ৩১ আগস্টের মধ্যে লোকজনকে সরিয়ে নিতে কাজ করছে বিভিন্ন দেশ। এ পর্যন্ত ৮২ হাজার লোকককে কাবুল থেকে সরানো হয়েছে। এখনও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে বিমানবন্দর গেটে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেছেন, তালেবান ৩১ আগস্টের পর সময়সীমা বাড়ানোর বিরোধীতা করছে যদিও তারা প্রতিশ্রুতি দিয়েছিল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, সেখানে অনরবত বড় ধরনের সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হচ্ছে।

আফগানিস্তানে খুলছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

আফগানিস্তানের ব্যাংকগুলো এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে। শত শত মানুষ তাদের হাতে আবার নগদ অর্থ পেতে ব্যাংকগুলোর সামনে ভিড় জমিয়েছে। তালেবান কাবুল দখলের পর সেখানের সব ব্যাংক ১৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে।

প্রথম দিকে ব্যাংকগুলো বন্ধ ছিল রক্তক্ষয়ী সংঘর্ষ এবং লুটপাটের আশঙ্কায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলারের অর্থ আটকে দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও বরাদ্দকৃত ৪৬০ মিলিয়ন ডলার বন্ধ করে দেয় যা ব্যাংকগুলো বন্ধ থাকার অন্যতম কারণ। কাবুল দখলের আশঙ্কায় হাজার হাজার মানুষ যখন ব্যাংক থেকে টাকা তোলার জন্য ভিড় করেছিল তখনই যুক্তরাষ্ট্র থেকে এ সিদ্ধান্ত আসে।

বিশ্বে একদিনে আরও ১০ হাজারের বেশি মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখের বেশি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৪৭ লাখ আর মৃত্যু ছাড়িয়েছে ৪৪ লাখ ৭৫ হাজার। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ হাজার ৪৭৬ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ লাখ ৭৫ হাজার ৬৯৩ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ২৭২ জন। এতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৪৪৭ জনে।

কাবুল বিমানবন্দরে অপেক্ষায় আরও ১০ হাজার মানুষ

আফগানিস্তান ছাড়তে আরও ১০ হাজারের বেশি মানুষ কাবুল বিমানবন্দরে অপেক্ষা করছে। বিমানবন্দরটিতে সন্ত্রাসী হামলার ঝুঁকি থাকায় সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেলর এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান। পেন্টাগন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তান থেকে ১৯ হাজার মানুষকে এবং ১৪ আগস্ট থেকে মোট ৮০ হাজারের বেশি বিদেশি ও আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান সরকার সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করায় যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করা মানুষকে সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুল বিমানবন্দরে হামালার আশঙ্কা জানিয়ে সেখানে কাউকে যেতে নিষেধ করেছে। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় একই নির্দেশনা দিয়ে বলেছে, নিরাপদে আফগানিস্তান ছাড়তে হলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ভেনেজুয়েলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন। ১২শ’র বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মোকোতিয়েস উপত্যকায়।

উপত্যকাটির অবস্থান দেশটির পশ্চিমাঞ্চলে মেরিদা রাজ্যে। মেরিদার বর্তমান ক্ষমতাসীন দল বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জানায়, বন্যাদুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, এখনও বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কিছু এলাকায়। মেরিদার ৮০ জনের মতো ফায়ার সার্ভিসকর্মী এবং ৬০ জন সিভিল প্রোটেকশন কর্মকর্তা জরুরি উদ্ধার কাজে নিয়োজত রয়েছেন। এছাড়া স্বেচ্ছাসেবীরা যুক্ত হয়েছেন এতে।

টিটিএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।