সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৫ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৫ অক্টোবর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বে একদিনে পাঁচ হাজারের বেশি মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু একদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এ ভাইরাসে পাঁচ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫২ হাজার ৭৭৯ জন। আর নতুন করে সুস্থ হয়েছেন চার লাখ ১২ হাজার ৯৪১ জন।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় চার হাজার ৬২৫ জনের মৃত্যু হয়। এই সময়ে নতুন করে আক্রান্ত হন তিন লাখ তিন হাজার ১২৭ জন।

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে চেক রিপাবলিক

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ইসরায়েলের সঙ্গে ৬৩০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে চেক রিপাবলিক। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সুরক্ষিত করার লক্ষ্যেই মধ্যে ইউরোপের দেশটি এমন পদক্ষেপ নিয়েছে। এ চুক্তির মাধ্যমে প্রাগ ইসরায়েলি রাষ্ট্র পরিচালিত কোম্পানি রাফায়েল অ্যাডভানসড ডিফেন্স সিস্টেমস লিমিটেডের তৈরি স্পাইডার ব্যবস্থা কিনবে। মঙ্গলবার (৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মমতা শপথ নিতে পারেন ৭ অক্টোবর

ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে আর বাধা নেই তার। এবার শপথ নেওয়ার পালা। আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিধানসভায় গিয়ে বিধায়ক মমতাসহ আরও দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর আবেদন জানানো হয়েছে রাজ্যপালকে। স্থানীয় সময় সোমবার বিষয়টি জানান, পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

প্যানডোরা পেপারস: শচীনসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত করবে ভারত

অনৈতিক অর্থ লেনদেনের তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে প্যানডোরা পেপারস। ভারতের তিন শতাধিক প্রভাবশালী ব্যক্তি যেমন, সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার, ধনকুবের অনিল আম্বানি,বলিউড অভিনেতা জ্যাকি শ্রফসহ আরও অনেকের নামের তালিকা প্রকাশ পেয়েছে এতে। তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত করবে ভারত সরকার। এরই মধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে।

তাইওয়ানের আকাশসীমায় রেকর্ডসংখ্যক চীনা যুদ্ধবিমানের মহড়া

তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান প্রবেশ করে মহড়া দিয়েছে। সোমবারের এ ঘটনার পর তাইওয়ান চীনকে তাদের এ ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক কাজ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

সোমবারের এই ঘটনার ফলে টানা চতুর্থ দিনের মতো চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করলো। এ সময়ে প্রায় ১৫০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে।

সুদানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ আইএস সদস্য নিহত

সুদানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন চার সদস্য নিহত হয়েছে। রাজধানী খার্তুমে তারা নিহত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস। সোমবার (৪ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় জাবরা জেলার এ ঘটনা ঘটে। এতে একজন সামরিক কর্মকর্তাও নিহত হন। আহত হয় অন্তত তিনজন। ঘটনার সময় সন্ত্রাসী গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনীর ওপর ভারী গুলি এবং রকেট চালিত গ্রেনেড ছুড়ে। মঙ্গলবার (৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। এরা হলেন জাপানি আবহাওয়াবিদ স্যুকুরো মানাবে, জার্মান পদার্থবিজ্ঞানী ক্লাউস হাসেলমান এবং ইতালিয়ান পদার্থবিদ জর্জিও পারিসি। রয়্যাল সুইডিস একাডেমি পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস প্রদান এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে আমাদের বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য তারা এই পুরস্কারে ভূষিত হয়েছেন। পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন স্যুকুরো মানাবে এবং ক্লাউস হাসেলমান। তারা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন।

হাজারা জাতিগোষ্ঠীর ১৩ জনকে হত্যার অভিযোগ তালেবানের বিরুদ্ধে

আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর হাজারা জাতিগোষ্ঠীর ১৩ সদস্যকে হত্যা করেছে তালেবান। তাদের মধ্যে ১৭ বছরের এক কিশোরীও রয়েছে। দেশটির কেন্দ্রীয় প্রদেশ দয়াকুন্ডিতে এ ঘটনা ঘটেছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্যাথলিক গির্জায় দুই লাখের বেশি শিশুকে যৌন নির্যাতন

ফ্রান্সের ক্যাথলিক গির্জায় ১৯৫০ সালের পর থেকে দুই লাখ ১৬ হাজার শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই ছিল ছেলে শিশু। নতুন এক স্বাধীন তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে। বিশ্বব্যাপী কিছু ক্যাথলিক গির্জার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার মধ্যেই এ ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ হলো। মঙ্গলবার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যাম আল-জাজিরা এ খবর জানায়।

বিদেশি হস্তক্ষেপ বন্ধে সিঙ্গাপুরে ‘বিতর্কিত’ আইন পাস

অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ বন্ধে বিতর্কিত আইন পাস করেছে সিঙ্গাপুর সরকার। সমালোচকরা বলছেন, ভিন্ন মত দমনের উদ্দেশ্যেই এ আইন পাস করা হয়েছে। আইনটির মাধ্যমে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এবং ইন্টারনেট সরবরাহকারীদের বিভিন্ন নির্দেশনা ও আদেশ দিতে পারবে। যাদের প্রতিপক্ষ মনে হবে তাদের কনটেন্ট ব্লক অথবা ব্যবহারকারীর তথ্যও সংগ্রহ করতে পারবে দেশটি। মঙ্গলবার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।