সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২২
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
সুদ বাড়াচ্ছে ফেডারেল ব্যাংক, প্রভাব পড়বে উদীয়মান দেশগুলোতেও
শিগগির সুদের হার বাড়াতে চলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোর ওপর এর প্রভাব পড়বে বলে আগেভাগেই সতর্ক হতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তারা জানিয়েছে, পূর্বপ্রত্যাশিত সময়ের আগেই ফেডারেল রিজার্ভ ব্যাংকের এমন পদক্ষেপ অর্থনৈতিক বাজারগুলোকে কাঁপিয়ে দিতে পারে। এতে বিদেশে অর্থপ্রবাহ কমে যাওয়া এবং মুদ্রার অবমূল্যায়ন ঘটতে পারে। খবর রয়টার্সের।
সোমবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক ব্লগে আইএমএফ বলেছে, মার্কিন মুদ্রা নীতি ধারাবাহিক এবং সুপরিকল্পিতভাবে কঠোর হলে উদীয়মান অর্থনীতিগুলোর ওপর তার ‘সামান্য’ প্রভাব পড়তে পারে। এতে আর্থিক ব্যয় বাড়লেও বিদেশি চাহিদার কারণে সেই ক্ষতি পূরণ হয়ে যাবে।
ভারতে সাড়ে ৭ মাস পর দৈনিক সংক্রমণে রেকর্ড
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ভারতে আবারও সংক্রমণ বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে যেখানে দৈনিক সংক্রমণ ১০-১৫ হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা ১০ দিনে দেড় লাখ অতিক্রম করেছে। সেই ধারাবাহিকতায় ভারতে আজ দৈনিক সংক্রমণ পৌনে দুই লাখ ছাড়িয়ে গেছে। গতকালের তুলনায় এদিন আক্রান্ত বেড়েছে সাড়ে ১২ শতাংশেরও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোমবার (১০ জানুয়ারি) প্রকাশিত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। এটি গত বছরের ২৭ মের পর সর্বোচ্চ শনাক্ত। সেদিন সংক্রমিত হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৭৭০ জন। অর্থাৎ সাড়ে ৭ মাস পর ভারতে দৈনিক সংক্রমণে রেকর্ড হলো।
আর্থিক দুর্দশা কাটাতে চীনের দিকে হাত বাড়ালো শ্রীলঙ্কা
চরম আর্থিক সংকট কাটাতে এবার চীনের কাছে সহায়তা চাইলো শ্রীলঙ্কা। বেইজিংয়ের কাছে বিপুল অংকের ঋণের কিস্তি পুনর্বিবেচনা এবং আমদানি ব্যয় মেটাতে অগ্রাধিকার ভিত্তিতে আরও আর্থিক সহযোগিতা চেয়েছে কলম্বো। গত রোববার (৯ ডিসেম্বর) শ্রীলঙ্কা সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র কাছে এই অনুরোধ জানিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
চীনা অতিথিকে লঙ্কান প্রেসিডেন্ট বলেছেন, করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের সমাধান হিসেবে ঋণ পরিশোধ পুনর্বিবেচনা করলে তা শ্রীলঙ্কাকে বড় স্বস্তি দেবে।
‘জীবনযাত্রা বদলাচ্ছে’ সৌদিতে, প্রচারে মার্কিন পরামর্শক নিয়োগ
সৌদি আরবের জীবনযাত্রার ‘হাওয়া বদল’ দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে। কট্টরপন্থা থেকে উদারপন্থা স্পষ্ট হচ্ছে তাদের শাসনব্যবস্থায়। আরবদের ‘নেতা’ সৌদির এই পরিবর্তনের দিক বিশ্বের কাছে তুলে ধরে ‘ভাবমূর্তি বাড়ানো’র লক্ষ্যে আমেরিকান মিডিয়া পরামর্শক নিয়োগ দিয়েছে সৌদি আরব। পরামর্শক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম নিকোলা হিউইট, তিনি একসময় মার্কিন সংবাদ উপস্থাপক কেটি কুরিকের প্রযোজক ছিলেন। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জনসংযোগ নির্বাহী নিকোলা হিউইট এখন নিজের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। জনগণের নাগরিকদের জীবনযাত্রায় উদারতা দেখাতে থাকা সৌদি আরবের ‘ভাবমূর্তি’ তৈরির গুরুদায়িত্ব বর্তেছে তার কাঁধে। অবশ্য মধ্যপ্রাচ্যের এই দেশটির হয়ে আগে থেকেই কাজ করছেন আরও অনেক মার্কিন প্রভাবশালী।
ট্রিলিয়ন ডলারে প্রবেশ করতে যাচ্ছে বাফেটের কোম্পানি
করোনা মহামারি সত্ত্বেও মার্কিন শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের প্রধান কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের বাজার মূল্য গত সপ্তাহে ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। এর মাধ্যমে খুব শিগগিরই এটি এক লাখ কোটি ডলারের কোম্পানি হওয়ার গৌরব অর্জন করতে পারবে। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার বাড়ে এক শতাংশ। এ নিয়ে টানা চারদিন কোম্পানিটির শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কারণ বিনিয়োগকারীরা নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে আগ্রহী।
ওয়াকিটকি মামলায় অং সান সুচির ৪ বছর কারাদণ্ড
লাইসেন্স বিহীন ওয়কিটকিসহ বেশ কয়েকটি মামলায় মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আদালতের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (১০ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটিতে নোবেল বিজয়ী ৭৬ বছর বয়সী সুচির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। এসব মামালায় সম্মিলিতভাবে তার একশ বছরের কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সুচি।
আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে ৯ শিশু নিহত
আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আরও চারজন আহত হয়েছে। খবর আল জাজিরার।
খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ির আঘাতে অনেক দিনের পুরোনো মর্টার শেলে বিস্ফোরণ ঘটে। নানগরহর প্রদেশের গভর্নরের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার লালোপার জেলার বাইগানান গ্রামে ওই বিস্ফোরণ ঘটেছে।
তালেবানকে এখনই স্বীকৃতি দিচ্ছে না ইরান
এখনই তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে না ইরান। প্রতিবেশী আফগানিস্তান শাসন করছে তালেবান। তেহরানে তালেবান নেতাদের সঙ্গে এক বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কিছুটা সময় লাগবে। খবর আল জাজিরার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খতিবজাদেহ জানিয়েছেন, রোববার তালেবানের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকটি বেশ ইতিবাচক ছিল। তবে ইরান এখনই তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর্যায়ে নেই বলে জানান তিনি।
‘গরু পাচার’ আটকাতে গিয়ে গ্রামবাসীর আক্রমণের শিকার ভারতের ১৭ পুলিশ
গরু পাচার আটকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের ১৭ পুলিশ সদস্য। ভারত-বাংলাদেশ সীমান্তের কুচবিহার জেলার মেখলিগঞ্জের উছলপুকুরিতে গ্রামবাসীরা গরু পাচার করছিলেন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে গরু পাচার আটকাতে গেলে পুলিশের ওপর হামলা চালায় এলাকাবাসী। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই ঘটনায় দুই পুরুষ এবং চার নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৩৪টি গরু উদ্ধার করা হয়েছে।
শিশুদের স্কুলে ফেরাতে প্রস্তুত সৌদি
সৌদি আরব ১২ বছরের নিচের বয়সী শিশুদের স্কুলে ফেরাতে প্রস্তুতি নিয়েছে। স্কুলে সরাসরি পাঠদান শুরু করতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবরে স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে করোনা মহামারির কারণে ১৮ মাসেরও বেশি বন্ধ থাকার পর ২৩ জানুয়ারি থেকে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শেহরি বলেন, অভিভাবকদের কাছে এ সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।
কেএএ/এমএস