বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গে একজনের মরদেহ উদ্ধার

জ্যোতির্ময় দত্ত জ্যোতির্ময় দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তের কাছে কাশিপুর গ্রাম এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে মরদেহের পাশ থেকে বাংলাদেশি টাকা ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, মৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা হতে পারেন। চিকিৎসা করাতে ভারতে এসে রাতে চোরাপথে বাংলাদেশ যাচ্ছিলেন তিনি। এরপর জিরো পয়েন্টের কাছে মারা যান।

তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা জানা যাবে। বাগদা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠিয়েছে।

এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।