রাশিয়ায় একদিনে প্রায় সোয়া লাখ সংক্রমণ
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই। অন্যান্য দেশের মতো রাশিয়াতেও দৈনিক সংক্রমণ এবং মৃত্যু বাড়তে শুরু করেছে। দেশটিতে নতুন করে আরও প্রায় সোয়া লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার প্রথম বারের মতো দেশটিতে ১ লাখ ১৩ হাজার ১২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক সপ্তাহ আগের তুলনায় সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে।
রাশিয়ায় নতুন সংক্রমণের মধ্যে অধিকাংশই ওমিক্রন। গত কয়েকদিনে ওমিক্রনের কারণেই দেশটিতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে।
করোনা মহামারির শুরু থেকেই দেশজুড়ে কঠোর লকডাউন জারি রেখেছে রাশিয়া। তবে অর্থনীতি পুনরুদ্ধারে সম্প্রতি কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
গত কয়েক মাস ধরেই দেশটিতে চারটি ভ্যাকসিন সহজলভ্য রয়েছে। কিন্তু তারপরেও রাশিয়ার জনসংখ্যার মাত্র অর্ধেক মানুষ ভ্যাকসিন নিয়েছে।
রাশিয়ার সরকারি হিসেব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৩০ হাজার ১১১ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৭৭৯।
এদিকে বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ হাজার ৩২৪ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৩ লাখ ২১৫ জনে।
টিটিএন/এএসএম