ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৯ মার্চ ২০২২
ফাইল ছবি

ইউক্রেনে আটকেপড়া ভারতীয় নাগরিকদের সঙ্গে নয় বাংলাদেশিকেও উদ্ধার করেছে ভারত সরকার। এ কারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রের বরাতে বুধবার (৯ মার্চ) টুইটারে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

এনডিটিভির খবর অনুসারে, যুদ্ধকবলিত ইউক্রেন থেকে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করছে ভারত সরকার। এ অভিযানে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ভারতীয়কে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এই অভিযানেই সম্প্রতি নয় বাংলাদেশিকে ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত। আর তার জন্য নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, অপারেশন গঙ্গায় ভারত-বাংলাদেশের পাশাপাশি নেপাল-তিউনিসিয়ার নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে। সাহায্য করা হয়েছে এক পাকিস্তানি নাগরিককেও।

জাতিসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।