সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পিএম, ৩১ মার্চ ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

একদিনে সর্বোচ্চ সংক্রমণ দ. কোরিয়ায়, বিশ্বে ৪ হাজারের বেশি মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, জার্মানি ও ব্রাজিলের মতো দেশগুলো।

দ. কোরিয়ায় ট্যাটু নিষিদ্ধ

দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ট্যাটু আঁকার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াতেই ট্যাটুর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। চিকিৎসা সংশ্লিষ্টরাই এর ব্যবহার করতে পারেন। তবে আদালতের এ রায়ের বিষয়ে ট্যাটু শিল্পীরা উপহাস করেছেন। তারা বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত সেকেলে ও সাংস্কৃতিক বোঝা-পড়ার অভাব।

পশ্চিমতীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেনিন অধিবাসীদের সঙ্গে যখন ইসরায়েলি বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তখন ফিলিস্তিনিদের দিকে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী সানাদ আবু আতিয়েহ ও ২৩ বছর বয়সী ইয়াজিদ আল-সাদি রয়েছেন বলেও জানানো হয়।

আগামী দুইদিন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ

আগামী দুইদিন পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ। এসময়ে পাকিস্তানের রাজনীতি নতুন দিকে মোড় নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রশীদ আহমেদ বলেন, শনিবার রাত ১২টা পর্যন্ত পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি তাই মানুষকে শুক্র ও শনিবার পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কারণ রাজনৈতিক পরিবেশ যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখনই এই নিষেধাজ্ঞার ঘোষণা সামনে এলো। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ইরানি নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রাশিয়ার নতুন হামলার জন্য প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন হামলার বিরুদ্ধে প্রস্তুত রয়েছে তাদের সামরিক বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান। তিনি বলেন, ডনবাসে নতুন করে হামলার পরিকল্পনা করছে রুশ বাহিনী। আমরাও প্রস্তুত রয়েছি। রাজধানী কিয়েভ এবং অপর প্রধান শহর চেরনিহিভের চারপাশে সামরিক অভিযান কমানোর আলোচনায় রাশিয়ার বিবৃতিতে সংশয় প্রকাশ করেছেন তিনি।

রুশ হামলার আভাস না দেওয়ায় চাকরি হারাচ্ছেন ফরাসি গোয়েন্দাপ্রধান

ফরাসি সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালক জেনারেল এরিক ভিদাউদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাগরিকদের সরিয়ে নিতে মারিউপোলে যুদ্ধবিরতি

ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল থেকে লোকজনকে সরিয়ে নিতে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রুশ নিয়ন্ত্রিত বেরদিয়ানৎস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত মানবিক করিডোর চালু করা হয়েছে।

৮৮ বছর পর তারাবি অনুষ্ঠিত হচ্ছে হায়া সোফিয়ায়

তুরস্কের হায়া সোফিয়া মসজিদে ৮৮ বছর পর তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৮ দশকের বেশি সময় পর মুসল্লিরা ওই মসজিদে তারাবি আদায় করতে পারবেন। আগামী শুক্রবার (১ এপ্রিল) প্রথম তারাবি অনুষ্ঠিত হবে। এর আগে গত ২০২০ সালের ২৪ জুলাই ওই মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। পবিত্র রমজানের পুরো মাস জুড়েই এখানে নানা আয়োজন থাকবে বলে জানিয়েছে হায়া সোফিয়া মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পুতিনের সঙ্গে সামরিক বাহিনীর উত্তেজনা দেখা দিয়েছে: যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে যে নিজ দেশের সামরিক বাহিনীর মাধ্যমে বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে পুতিন এবং তার সামরিক বাহিনীর নেতৃত্বে থাকা লোকজনের মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলেও দাবি করেন কেট।

নেদারল্যান্ডসে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে গুলি, নিহত ২

নেদারল্যান্ডসে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় জোয়োলে শহরে এই ঘটনা ঘটেছে। পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ডাচ পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছে। অপরদিকে স্থানীয় প্রচারমাধ্যম আরটিএল ওস্ট জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্টুরেন্টে ওই হামলার ঘটনা ঘটে।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।