ভারতে একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজার
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। বুধবার (২২ জুন) আক্রান্তের সংখ্যা ছিলো ১৩ হাজার। বৃহস্পতিবার (২৩ জুন) সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজারে। সংক্রমণ রোধে এরই মধ্যে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্র সরকার।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। সংক্রমণের গতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর দিতে বলেন তিনি। যেসব জেলায় সংক্রমণের হার বেশি সেসব জেলায় স্বাস্থ্য পরীক্ষার হার বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রীর এ বৈঠক নতুন করে ভাবাচ্ছে দেশটির সাধারণ মানুষদের। সব মিলিয়ে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন তারা।
শুক্রবার দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি। কেরালা ও রাজধানী দিল্লির অবস্থাও উদ্বেগজনক। এ রাজ্যগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট।
স্বাস্থ্য মন্ত্রণালেয়ের প্রতিবেদন বলছে, বর্তমানে ভারতে করোনার অ্যাকটিভ কেস ৮৮ হাজার ২৮৪ জন, যা গতকালের থেকে ৪ হাজার ২৯৪ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২০ শতাংশে পৌঁছেছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জন।
করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৯ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৯ শতাংশে।
এসএএইচ/এমএস