শাহ আলী থানার নতুন ওসি আনোয়ার
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আনোয়ার হোসেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শাহ আলীর থানার ওসি একেএম শাহীন মন্ডলকে প্রত্যাহার করে নেয়ার পর তাকে নতুন এ দায়িত্ব দেয়া হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার (এসি) হাসান আরাফাত লেলিন।
তিনি জাগো নিউজকে জানান, চা দোকানি বাবুল মারা যাওয়ায় মিরপুর বিভাগ ও ডিএমপি সদর দফতর থেকে পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করা হয়। নিরপেক্ষ তদন্ত করার স্বার্থে ওসি একেএম শাহীন মন্ডলকে প্রত্যাহার করে নেয়া হয়েছিল। তার স্থলাভিষিক্ত হিসেবে আনোয়ার হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।
জেইউ/একে/এবিএস