সপ্তাহে দর বাড়ার শীর্ষে লিবরা ইনফিউশনস


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ঔষধ ও রসায়ন খাতের লিবরা ইনফিউশনস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৫-২০১৬ হিসাব বছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) মাত্রাতিরিক্ত প্রবৃদ্ধি দেখিয়েছে। এমন খবরে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে প্রতিষ্ঠানটির  আর্থিক প্রতিবেদনে কারসাজি হয়েছে কিনা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা তদন্ত করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচায় দেখা গেছে, গেল সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৬ দশমিক ৪১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮০ লাখ ১৪ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বাড়ার শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২৫ দশমিক ০৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৪২ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কোম্পানিটির মোট ৬ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ২৫ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১২ কোটি ৭৫ লাখ ৩ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ১৯ দশমিক ৩৩ শতাংশ, সিএমসি কামালের ১৭ দশমিক ৮১ শতাংশ, গ্রামীণ মিউচুয়াল ওয়ানে ৯ দশমিক ২৫ শতাংশ, স্টাইল ক্রাফ্ট ৮ দশমিক ৮৮ শতাংশ, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডে ৮ দশমিক ৮৪ শতাংশ, আল-হাজ টেক্সটাইল ৮ দশমিক ৭১ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফে ৮ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এসআই/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।