ভারতে নিষিদ্ধ পাকিস্তানি আম্পায়ার রউফ
`অসদাচরণ এবং দুর্নীতির` অভিযোগ এনে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফের উপর ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, `নিষিদ্ধ হওয়া সময়ের (৫ বছর) মধ্যে বিসিসিআই আয়োজিত কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না রউফ। এছাড়া বোর্ডের কোনো অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন না এই পাকিস্তানি আম্পায়ার।`
২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) আম্পায়ারিং করেছিলেন রউফ। ভারতের গোয়েন্দা সংস্থা সেই সে সময় তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনে। এরপরেই ভারত ছাড়েন এই পাকিস্তানি আম্পায়ার। তবে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের তদন্ত চালিয়ে যায় ভারতীয় কর্তৃপক্ষ। চলতি বছরের জানুয়ারির ১৫ তারিখ এবং ফেব্রুয়ারির ৮ তারিখ রউফ তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে লিখিত বিবৃতি জমা দেন।
একই বছর (২০১৩) সালে রউফের নামে আসা কিছু স্বর্ণের এবং ইলেকট্রনিক জিনিষপত্রের একটি চালান ধরা পড়ে দিল্লী এয়ারপোর্টে। এরপর কর্তৃপক্ষ জানিয়েছিল বুকিদের তরফ থেকে এই উপহারগুলো পাঠানো হচ্ছিল পাকিস্তানি আম্পায়ারের কাছেই। এই ঘটনার পরেই আইসিসিও রউফের নাম প্রত্যাহার করে নেয়।
এমআর/এমএস