যে কারণে পুরোনো-অব্যবহৃত পণ্য কিনবে ‘ডেকাথলন’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৬ অক্টোবর ২০২২
সংগৃহীত

বিশ্বে ক্রিড়া সামগ্রি বিক্রির শীর্ষ প্রতিষ্ঠান ‘ডেকাথলন’। সম্প্রতি বেলজিয়ামে নাম পরিবর্তন করে সবাইকে অবাক করে দিয়েছে কোম্পানিটি। সেখানে চমক দিতে এক মাসের জন্য এটির নাম উল্টোভাবে রাখা হয়েছে ‘নলথকাড’। অর্থাৎ অক্ষরগুলো উল্টিয়ে এই নতুন নাম দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, একটা ইন্টারেস্টিং কারণে নাম ঘুরিয়ে রাখা হয়েছে। কারণ এখন থেকে গ্রাহকদের কাছ থেকে পুরোনো বা অব্যবহৃত ক্রিড়া সামগ্রি কিনবে কোম্পানিটি। এরপর এগুলোকে মেরামত করে পুনরায় ওয়ারেন্টিসহ বিক্রি করা হবে। কিন্তু যদি এসব পণ্য আর ব্যবহারের উপযোগী না থাকে তাহলে রিসাইক্লিং হাবে পাঠানো হবে।

বিজ্ঞাপন

ডেকাথলন বেলজিয়াম জানিয়েছে, পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমাতে ও অপচয় এড়াতে যতদূর সম্ভব পুরোনো সরঞ্জাব ফের ব্যবহার উপযোগী করা হবে। এতে যাদের বেশি অর্থ নেই তারা ভালো মানের পণ্য অল্প দামে পাবে।

ডেকাথলন মূলত ক্রিড়া সমাগ্রি সংগ্রহ করছে। এমনকি যেগুলো চেইন থেকে কেনা হয়নি, সেগুলো দুই বছরের জন্য বৈধ ভাউচারের বিনিময়েও সংগ্রহ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খুচরা বিক্রেতা কোম্পানিটি উল্লেখ করেছে, পরীক্ষামূলকভাবে এই বছর বেলজিয়াম থেকে ২৬ হাজার আইটেম সংগ্রহ করা হয়েছে। যার মোট ভাউচার মূল্য রয়েছে পাঁচ লাখ ৯৩ হাজার ২২০ ইউরো।

নলথকাড বেলজিয়ামের সেকেন্ড-হ্যান্ড পণ্যের প্রধান আর্নড ডি কস্টার বলেছেন, প্রথমে এই নাম পরিবর্তনটি নিছক একটি বিপণন উদ্যোগের মতো মনে হতে পারে। তবে আমাদের লক্ষ্য হলো এই পরিষেবাটি যতটা সম্ভব বেশি লোকের কাছে পরিচিত করা।

এমএসএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।