চট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২১ এএম, ১১ জুন ২০২৫

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে চলতি বছর নতুন করে করোনা ভাইরাস আক্রান্তের এই তথ্য জানা গেছে।

নতুন করে করোনাভাইরাস আক্রান্তের খবর দেওয়া হলেও কতজন ব্যক্তির কাছ থেকে নমুনা নেওয়া হয়েছে সে বিষয়ে তথ্য দেওয়া হয়নি সিভিল সার্জনের প্রতিবেদনে।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ২ জন নগরের এবং ১ জন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। এর মধ্যে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ল্যাবে দুইজন এবং এপিক হেলথ কেয়ারে একজনের করোনা শনাক্ত হয়।

এমডিআইএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।