জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনেও
জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে...মোরা আরো আগে কেন আসিনি, কেন আসিনি এই ভুবনে। কনক চাঁপার গানের এই কথার মতো ফুরন্ত জীবনে অফুরন্ত প্রেম চোখে পড়লো ৬০ বছর বয়সী এক বৃদ্ধের। নাম তার আরজ আলী।
ঘটনাটি শনিবার রাত তখন সাড়ে ১২টার। পরদিন ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এদিন বিশ্বের তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ তার প্রিয় মানুষটি একটু বেশিই কাছে পেতে চায়। আবেগে একাকার হয়ে পড়ে অনেকে।
যাহোক, মোহাম্মদপুরের শেখেরটেক ৪ নম্বর রোডের একটি ফুল দোকানে দেখা গেল নৈশ্য প্রহরীর পোশাক পরিহিত এক বৃদ্ধ একগুচ্ছ ফুল হাতে নিয়ে বিশেষ যত্নসহকারে পরিষ্কার করছেন। দূর থেকে ভেবেছিলাম তিনি হয়তো ফুল দোকানদার সাহায্য করছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম চাচা কি চাচীর জন্য ফুল নিলেন নাকি। সরাসরি উত্তর দিলেন হুম। ভাবলাম ঠাট্টা করলো বুঝি। আরেকবার বললাম চাচা কি সত্যি সত্যি চাচীর জন্য ফুল কিনলেন। তিনি এবারও বললেন, হুম আপনার চাচীর জন্য কিনলাম। একটু অবাকই হলাম। এসময় সঙ্গে আমার স্ত্রী ছিল। চাচার ফুল নেয়া দেখে আমি ফুল কিনলাম। বলতে গেলে চাচার ফুল কেনা দেখে আমারও আগ্রহ জেগে ওঠে ফুল কেনার। অবশেষে আমিও কিনেছি।
স্ত্রীকে পাশে রেখেই চাচার সঙ্গে শুরু হলো আলাপ। নাম জিজ্ঞেস করতেই বললেন, আরজ আলী। বয়স ৬০ বছরের কাছাকাছি। তিনি শেখেরটেক ৪, ৫ ও ৬ নম্বর রোডের পাহারার দায়িত্বে নিয়োজিত। গত ৫ বছর ধরে তিনি এই রোডে এই কাজ করছেন।
বিয়ে করেছেন ৩৫ বছর আগে। বাড়ি দুই ছেলে ও দুই মেয়ে। থাকেন শেখেরটেক ৭ নম্বরে ভাড়া বাসায়। গ্রামের বাড়ি বরিশাল।
আলাপকালে আরজ আলী জানালেন, প্রতি বছর ভালোবাসা দিবসে আপনার চাচীর জন্য ফুল নিয়ে যাই। মেয়ে একটার বিয়ে হয়েছে। আরেক মেয়ে পড়ালেখা করছে। দুই ছেলে চাকরি করছে। 
আরজ আলীর সঙ্গীরা বললেন, তিনি বয়সে বৃদ্ধ হলেও এখনো তিনি মাঝে মাঝে প্রেমের গান গুনগুন করে বলেন। প্রায় রাতেই তিনি আমাদের গান শোনান।
ফুলের দোকানদার বললেন, ভালোবাসা দিবসের জন্য নিয়ে আসা ফুলের মধ্যে চাচাই আমার প্রথম ক্রেতা যিনি দিন শুরুর আগেই ফুল কিনেছেন চাচীর জন্য।
আরজ আলী বললেন, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। তার জন্য এখনো আমি সচল। সে আমার যেভাবে যত্ন নেয় তাতে আমি অনেক সুস্থ আছি এবং কাজ করছি। যার কারণে এতকিছু তাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো। কথা শেষ করেই বাঁশিতে ফুঁ দিয়ে বিদায় নিলেন তিনি। অমর হোক আরজ আলীর প্রেম। সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
এমএএস/বিএ