নিউজিল্যান্ডে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরীতে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ওই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেটের বরাত দিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নগরীতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১৫ কিলোমিটার পূর্বে ৩১ কিলোমিটার গভীরে। তীব্র এ কম্পনের পর আবারো কম্পন হতে পারে বলে স্থানীয়দের সতর্ক করে দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো ভবনের ক্ষতি হয়নি বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে নগরীর একটি ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী শহর সামনারের একটি কফি শপের ব্যবস্থাপক জেনি ক্রেক্স নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পনে তার দোকানের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, ভূমিকম্পের সময় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। আমরা সবাই দৌড়ে রাস্তায় বেরিয়ে আসি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পঞ্চম বার্ষিকীর মাত্র এক সপ্তাহ আগে ভূমিকম্পটি হল। ভয়াবহতম ওই কম্পনে একশ ৮৫ জনের প্রাণহানি ঘটেছিল।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।