মন্ত্রীর গাড়ি বহরে হামলা : বিএনপির ৩৫ নেতা আটক


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলা ও আ.লীগের চার নেতাকর্মী ও এক পথচারীসহ ৫ জন হত্যা মামলায় চার্জশিটভূক্ত পলাতক বিএনপির ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে সকলকে জেলহাজতে পাঠান। এসময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
 
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা। আটকরা সকলেই জেলা সদরের লক্ষীচাপ ও টুপামারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বলে জানান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ওই ঘটনায় কৃষক লীগ নেতা খুরশেদ আলম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন আ.লীগ কর্মী লেবু মিয়া ও পথচারী সিদ্দিক গাজীসহ ৫ নিহত হন। ওই মামলায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করা হয়।

জাহেদুল ইসলাম/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।