ব্রাজিলের খেলার আগেই কলকাতায় চরম উন্মাদনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৪ নভেম্বর ২০২২

ধৃমল দও, কলকাতা: বিশ্বকাপে প্রথম ম্যাচে বৃহস্পতিবার মধ্যরাতে মাঠে নামছে ব্রাজিল। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামছে নেইমারের দল। তার আগেই কলকাতা ও আশপাশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের আবহকে রঙিন করতে বিভিন্ন কাটআউট দিয়ে সাজিয়ে তুলেছেন নিজেদের এলাকা।

২০০২ সালে জার্মানিকে হারিয়ে শেষবার বিশ্বকাপ এসেছিল ব্রাজিলের ঘরে। কিন্তু গত ২০ বছর ধরে শুধুই হতাশা। ২০০৬ থেকে ২০১৮, গত চার আসরে খালি হাতে ফিরেছেন সেলেকাওরা। বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে কলকাতার হট ফেভারিট দল ব্রাজিল।

শহরজুড়ে বরাবরের মতো এবারও ব্রাজিলকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। দলে ছন্দে থাকা একঝাঁক তরুণ ফুটবলারের উপস্থিতির কারণে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল যে কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট, তা বলার অপেক্ষা রাখে না।

jagonews24

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। এ নিয়ে কলকাতার আর্জেন্টিনা ভক্তরা যেমন হতাশ তেমনি উল্লাসিত ব্রাজিল ভক্তরা। তবে মেসি বাহিনী শিগগির ছন্দে ফিরবে বলে আশায় বুক বেঁধেছেন সমর্থকরা।

এবার ব্রাজিলও কি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পথে হাঁটবে নাকি ফেভারিটের মতো খেলে জয় ছিনিয়ে নেবে, তা জানা যাবে আজই। তবে এ নিয়ে কথার ফুলঝুরি ছুটতে শুরু করেছে দুই দলের সমর্থকদের মধ্যেই।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।