চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত


প্রকাশিত: ০২:০১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল (২০) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার মিরসরাই উপজেলায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মোটরসাইকেলযোগে ফয়সাল জোরারগঞ্জ বাজার থেকে বারইয়ারাহাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

আহত দুই নেতা হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ ও চমেক ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক অনিক।

চমেক ছাত্র সংসদের সহ-সভাপতি নাবিদ আনজুম তানভির খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জুনিয়র ছাত্রদের সঙ্গে বহিরাগত কয়েকজন যুবকের কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

জীবন মুছা/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।