আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচ, কলকাতায় মেসি ভক্তদের উন্মাদনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২২

ধৃমল দও, কলকাতা

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের অভিযান শুরু হয় সৌদি আরবের কাছে হেরে। এরপর পুরো দলটা অনিশ্চয়তার অন্ধকারে প্রবেশ করলেও পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ায় বীরদর্পে। তাছাড়া শেষ ১৬ নিশ্চিত করেছে গ্রুপ চ্যাম্পিন হয়েই।

নকআউট পর্বে বাংলাদেশ সময় রোববার (৪ ডিসেম্বর) দিনগত রাত ১টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে প্রতিটা ম্যাচ ফাইনালের মতো। সেদিক থেকে অস্ট্রেলিয়ার ম্যাচে আর্জেন্টিনার বাঁচা মরার লড়াই। তাই ম্যাচের আগে আর্জেন্টিনার খেলোয়াড়রা যাতে কোনো ধরনের মানসিক চাপে না পড়েন সেদিকে নজর রাখা হচ্ছে।

তবে আর্জেন্টিনা শিবিরের সব থেকে চিন্তার কারণ হলো এঞ্জেল ডি মারিয়ার চোট। এই চোট ভাবাচ্ছে আর্জেন্টিনার কোচ স্ক্যালোনিকে।

তাছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডি মারিয়া খেলবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তবুও কোচের মতে ম্যাচের আগে ডি মারিয়ার চোটের অবস্থা দেখেই সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিকে কলকাতার মেসিভক্তরা আজকের ম্যাচে ৩-০ গোলে অস্ট্রেলিয়াকে হারাবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছে। কলকাতায় আর্জেন্টিনার ভক্তরা আশায় বুক বেঁধেছে মেসির শেষ বিশ্বকাপকে ঘিরে।

কলকাতার অলি-গলির রাস্তা সেজেছে সাদা-নীল রঙে। বাড়ির ছাদে দেখা যাচ্ছে সাদা-নীল রঙের পতাকা। রাস্তা-ঘাটে দেখা যাচ্ছে মেসির কাট আউট ছবি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেসিদের খেলার আগেই উন্মাদনা দেখে মনে হয় কলকাতায় নেমে এসেছে এক টুকরো আর্জেন্টিনা।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।