মেলায় নির্মাতা নাসিম সাহনিকের দুটি বৈজ্ঞানিক কল্পকাহিনি


প্রকাশিত: ১০:২১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে ২০১৬ বইমেলায় আসছে লেখক ও নির্মাতা নাসিম সাহনিকের নতুন দুটি বৈজ্ঞানিক কল্পকাহিনি ভিত্তিক উপন্যাস। এর একটি হচ্ছে ‌‘মিশন ইমোশন’ এবং অপরটি হচ্ছে ‘ল্যাঙ্গুয়েজ হান্টার’।

তারমধ্যে ‘মিশন ইমোশন’ প্রকাশ করছে অনিন্দ্য প্রকাশ (স্টল নং ২৯৩-২৯৬) আর ‘ল্যাঙ্গুয়েজ হান্টার’ প্রকাশ করছে তাম্রলিপি (প্যাভিলিয়ন ২)।

তরুণ প্রজন্মের সায়েন্স ফিকশন লেখকদের মধ্যে নাসিম সাহনিক তার ভিন্নধর্মী বিষয়বস্তু নিয়ে লেখার কারণে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

মিশন ইমোশনের পটভূমি রচিত হয়েছে ঢাকায় অবস্থিত গবেষণা প্রতিষ্ঠান ইমোশন সেন্টারকে কেন্দ্র করে। এই ইমোশন সেন্টারের গুরুত্বপূর্ণ গবেষকেরা যখন অপহরণ হতে থাকে তখন আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে একটি অপারেশন পরিচালনা করা হয়। এই অপারেশনে এলিয়েন, রোবোট, মিউট্যান্টরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে।

অন্যদিকে ল্যাঙ্গুয়েজ হান্টারের কাহিনিতে দেখা যায়, একটি এলিয়েন প্রজাতি দূর নক্ষত্রের গ্রহ থেকে পৃথিবীতে এসে অবস্থান নিয়েছে। সমুদ্রের তলদেশে তারা অদ্ভুত মহাকাশযানে করে চলাফেরা করে। ওদের একটি অন্যতম কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষদের অপহরণ করা। তারা ভাষা শিকারী হয়েছে বিশেষ একটি উদ্দেশ্যকে সামনে রেখে। কি তাদের উদ্দেশ্য?

পৃথিবীর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোর সাথে তাদের সম্পর্ক কি ? এরকম নানারকম প্রশ্ন আর সাসপেন্স নিয়ে এগিয়ে গিয়েছে এই উপন্যাসের কাহিনি।

নাসিম সাহনিক মূলত বিজ্ঞান ও সাহিত্যের মেলবন্ধনের পথিক। বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতি, প্রাণ, মহাবিশ্ব প্রভৃতি অধ্যয়ন করে থাকেন। সাহিত্যের মাধ্যমে মানুষ, জীবন, সংস্কৃতি প্রভৃতি বোঝার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশুনা করেছেন। তিনি বেশকিছু পত্রিকা সম্পাদনা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে অনলাইন পত্রিকা সায়েন্সটেক, বিজ্ঞান ও বিজ্ঞান কল্পকাহিনি বিষয়ক পত্রিকা ক্রোমোজোম প্রভৃতি।

লেখালেখির পাশাপাশি নির্মাণের মতো সৃজনশীল কাজেও নিজেকে জড়িত করেছেন এই লেখক। পরিচালনা করেছেন প্রায় ২৫টি একক নাটক। ‘ইয়ুথ ইন লাভ’ এবং ‘জীবনের রং’ নামে দুটি ধারারাহিক নাটক পরিচালনা করেছেন। সম্প্রতি তিনি একটি টেলিমুভি এবং একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দিয়েছেন।

উল্লেখ্য, বইমেলায় নাসিম সাহনিকের পৃর্বে প্রকাশিত বৈজ্ঞানিক কল্পকাহিনিগুলো হলো কক্সবাজারের কচ্ছপ (রাত্রি) , সুন্দরবনে ত্রুটি (ছায়াবিথী), মহাকাশে মহাযান (শুভ্র), রোবোসাইকোলজিস্ট (অন্বেষা), জেনেটিক কোড (রোদেলা) প্রভৃতি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।